January 11, 2025, 4:49 pm

সংবাদ শিরোনাম

ভোলায় ০২টি গাঁজা গাছ সহ আটক ১

মোঃ রাকিব হোসেন,ভোলাঃ-
এক দিকে বর্ষা অন্যদিকে মাদক কারবারি দের, ব্যবসা বেড়েই চলেছে, তেমনেই থেমে নেই বাংলার সাহসী পুলিশ সদস্যরা, প্রতিদিনই তাদের জালে ধরা পরছে মাদক কারবারিরা। তেমনই ভোলা বাপ্তা ইউনিয়ন হতে ০২ কেজি ৪০০ শত গ্রাম ওজনের ২টি গাঁজা গাছসহ আটক হয়েছে এক মাদক ব্যবসায়ী।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনায়েত হোসেন এর তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন বাপ্তা ইউনিয়ন হইতে ০২ কেজি ৪০০ গ্রাম ওজনের ০২ টি গাঁজা গাছসহ ০১ মাদক কারবারিকে আটক করেছে ভোলা টাউন পুলিশ ফাড়ীর পুলিশ।

আজ ২০/০৬/২০২২ তারিখ ভোর ৪.৪৫ ঘটিকার সময় ভোলা সদর টাউন পুলিশ ফাড়ীর এসআই (নিঃ) শ্যামল চন্দ্র সমদ্দার, এটিএসআই নীল রতন, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন বাপ্তা ইউনিয়নের ০৯নং ওয়ার্ড এলাকা হইতে আসামী মোঃ মানিক বেপারী (৫৫), থানাঃ ভোলা সদর, জেলাঃ ভোলাকে তার বাড়ীতে রোপনকৃত ০২ কেজি ৪০০ গ্রাম ওজনের ০২টি গাজা গাছসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

Share Button

     এ জাতীয় আরো খবর