January 11, 2025, 2:43 pm

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

মধুপুর ইউপি নির্বাচনে প্রথমে ফুটবল পরে মোরগ বিজয়ী ঘোষণা

বাবুল রানা মধুপুর প্রতিনিধি||

টাঙ্গাইলের মধুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থীর ফলাফল ঘোষনায় ফুটবল মার্কার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী ঘোষণার পর পরবর্তীতে মোরগ মার্কার প্রার্থীকে বিজয়ী ঘোষণার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মধুপুর কুড়ালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 
এলাকাবাসি জানান- গত ১৫ জুন ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে অত্র এলাকার জুয়েল রানা ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন। অন্যদিকে একই এলাকার আঃ আজিজ মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে আসেন
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্ষন্ত ইভিএম পদ্ধতি সুষ্ঠু ভাবে চলে ভোট গ্রহন।  পরবর্তীতে গনণা শেষে ৬৬৮ ভোটে ফুটবলকে বিজয়ী ঘোষণা করা হয় এবং মোট ভোট পড়ে ১১০৯টি। উৎসুক জনতা বিজয় মিছিল বের করে আনন্দ উল্লাস করতে থাকে এর কিছুক্ষণ পর প্রিজাইডিং অফিসার সবাইকে ডেকে মোরগ মার্কাকে বিজয়ী ঘোষণা করেন কিন্তু কত ভোটে বিজয়ী হয়েছেন তা উল্লেখ না করেই দ্রুত রুমে ঢুকে পড়েন। ঘোষণা দেওয়ার সাথে সাথে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং পুনরায় জন সুন্মূখে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন তা প্রকাশের জন্য বলেন।
প্রিজাইডিং অফিসার আশ্বাস দিয়ে পরবর্তীতে প্রশাসনিক সহযোগিতা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। ফুটবলের এজেন্টগন বলেন- আমরা কক্ষের ভিতরে থাকা অবস্থায় কর্মকর্তাগন বলেছেন এবং আমরাও হিসাব মিলিয়ে দেখেছি প্রায় ৩ শতাধিক ভোটের ব্যবধানে ফুটবল বিজয়ী হয়েছেন এবং ঘোষণাও দেওয়া হয়েছিল।  প্রত্যক্ষদর্শীরা জানান টাকার বিনিময়ে পরবর্তীতে আজিজকে বিজয়ী ঘোষণা করা হয়েছে আমরা এই ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রার্থী জুয়েল রানা বলেন- জনগন আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন এবং ভোট কেন্দ্রে সমর্থকদের উপস্থিতিই প্রমান করে আমার জনপ্রিয়তা কতটুকু।  যদি এখানে র্দুনীতি অনিয়ম নাই হবে তাহলে প্রিজাইডিং অফিসার মোট ভোটের হিসাব এবং ভোটের সিড না দিয়ে পালিয়ে গেলো কেন? আমি উর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী জানাই, আমার এই কেন্দ্রের ভোট গ্রহন তদন্ত সাপেক্ষে বিবেচনা করে জন সুন্মুখে প্রকাশের দাবী জানাই নতুবা নির্বাচন নিয়ে জনমনে বিব্রান্তির সৃষ্টি হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর