হিলি প্রতিনিধি||_ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টি জনিত মৃত্যু ঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসাবে দিনাজপুরের হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপেক্স চত্বরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম । এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামল কুমার দাস, ডাঃ রাকিব হাসান, তহিদুল হাসান, সুলতান মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামল কুমার দাস জানান, ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ৯৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ১ হাজার ৩৭ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সে ৯ হাজার ৯শ ৩৭ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলায় মোট মোট ২০ হাজার ৯শ ৭৪জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিদিন ২৪টি ব্লকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।