-
- জেলা সংবাদ, সারাদেশে
- ইসলামপুরে দুইদিন ব্যাপী বার্ষিক কমিউনিটি পর্যালোচনা এবং পরিকল্পনা কর্মশালা
- আপডেট সময় June, 15, 2022, 11:29 am
- 132 বার পড়া হয়েছে
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি||-
জামালপুরের ইসলামপুরে দুইদিন ব্যাপী বার্ষিক কমিউনিটি পর্যালোচনা এবং পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পার্টিসিপেটরী অ্যাকশন ফর রুরাল ইনোভেশন (পারি) সংস্থার আয়োজনে বিআরডিবি হল রুমে গ্রাম উন্নয়ন প্রতিনিধি,শিশু প্রতক্ষ উপকারভোগী,অংশীদারগণ,স্থানীয় সরকার প্রতিনিধি ও এপি স্টাফদের অংশ গ্রহনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, পারি’র ইসলামপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার কমল পাল,বোরহান উদ্দিনসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,ওয়ার্ল্ড ভিশন ও পারি সংস্থা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে শিশু কল্যাণ, শিশু পুষ্টি, গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবা, অর্থনৈতিক স্বাবলম্বিতা আনয়নে প্রতি নিয়ত কাজ করে যাচ্ছে।
এ জাতীয় আরো খবর