January 11, 2025, 3:04 pm

সংবাদ শিরোনাম

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও মূল্য হ্রাসের দাবিতে লালপুরে বিক্ষোভ সমাবেশ

শামসুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ
চাল তেল গ্যাস বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও মূল্য হ্রাসের দাবিতে নাটোরের লালপুর উপজেলা বিএনপি, গোপালপুর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুন) বিকেলে লালপুরের গৌরীপুরে  সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটল এর কবর জিয়ারত ও  বিক্ষোভ মিছিল শেষে  তাঁর বাস ভবন চত্বরে  সমাবেশ অনুষ্ঠিত হয়।
 সমাবেশে বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব  ও  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ পাপ্পু ।
এসময় উপস্থিত ছিলেন  যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, গোপালপুর পৌর বিএনপি’র আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম প্রমুখ।
এছাড়াও  বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয়  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 বিক্ষোভ সমাবেশে তাঁরা চাল তেল গ্যাস-বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাসের দাবি জানান।
Share Button

     এ জাতীয় আরো খবর