-
- জেলা সংবাদ, সারাদেশে
- জয়পুরহাটে কৃষকদের নিয়ে কৃষি আবহাওয়ার উপরে রোভিং সেমিনার
- আপডেট সময় June, 8, 2022, 4:23 pm
- 149 বার পড়া হয়েছে
মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১.৩০ মিনিটে জয়পুরহাট সুগার মিলস লিমিটেড এর অডিটোরিয়াম হল রুমে কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ খোরশেদ আলম এর সঞ্চালনায় জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম।
আবহাওয়ার উপরে মূল আলোচনা উপস্থাপন করেন, জেলার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার সোহেল মোঃ ছামছুদ্দিন ফিরোজ, জামালগঞ্জ হর্টিকালচার সেন্টার এর উপ-পরিচালক রবীআহ নুর আহম্মেদ এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অলোক কুমার ঠাকুর।
অন্যান্যদের মধ্যে জেলার ৫ টি উপজেলার কৃষি কর্মকতা গণসহ জেলার সকল উপজেলার ২শ জন কৃষক-কৃষাণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর