January 11, 2025, 9:47 am

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

খুলনার ডুমুরিয়ায় চিংড়ী চাষি ক্লাস্টার খামার পরিদর্শন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা।

পলাশ কান্তি মন্ডল,ডুমুরিয়া (খুলনা)প্রতিনিধি :
বাংলাদেশের সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত আধুনিক পদ্ধতিতে ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষের যুগোপযোগী উদ্দেশ্য সফল করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তর। উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানা যায়, প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিদের মাঠ পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে প্রশিক্ষন ও অনুদানের মাধ্যমে ক্লাস্টার ভিত্তিক আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষ ও উৎপাদন বৃদ্ধি সম্পর্কে অবিহিত ও আগ্রহী করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে এই দপ্তর। তারই ধারাবাহিকতায় আজ খুলনা, ডুমুরিয়ার মাগুরখালী ইউনিয়ন এ সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রোজেক্ট এর আওতাধীন বৈঠাহারা চিংড়ি চাষি ক্লাস্টার খামার পরিদর্শন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব আবু বকর সিদ্দিক। ২৫ জন খামারি নিয়ে গঠিত এই ক্লাস্টার পরিদর্শনকালে তিনি খুবই সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের চিংড়ি উৎপাদন বৃদ্ধি করতে পারলে আমরা সবাই অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পারবো। কারন দেশের অর্থনীতিতে রপ্তানিকৃত চিংড়ি থেকে উপার্জিত বৈদেশিক মুদ্রা বৃহত্তর ভুমিকা রাখে। তিনি আরও জানান, চিংড়ি চাষিদের যেকোনো সহযোগিতার জন্য উপজেলা মৎস্য দপ্তর সবসময়ই তাদের পাশে থাকবে।
বৈঠাহারা চিংড়ি চাষি ক্লাস্টার এর সভাপতি বাবু অনুপ রায় এবং সম্পাদক বাবু তপন মন্ডল জানান, দীর্ঘদিন গতানুগতিক ধারায় সনাতন পদ্ধতিতে মাছ চাষ করে আমরা লাভবান হতে পারি না। তবে এবছর উপজেলা মৎস্য অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে এবং  সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশনায় আধুনিক পদ্ধতিতে ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষে আগ্রহী হয়েছি এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা যথাযথ ফলাফলও উপলব্ধি করতে পারছি। তবে ঘেরের জল সরবরাহের একমাত্র খাস খালে বাঁধ এবং অবৈধ দখলের জন্য যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।  স্যার আমাদের প্রতি খুবই আন্তরিক। স্যারের নির্দেশনা মেনে চলতে পারলে আমরা অবশ্যই সফল হবো।
এসময় আরও উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, খুলনা -৫ আসনের মাননীয় সাংসদ তথা ডুমুরিয়াবাসীর অভিভাবক বাবু নারায়ণ চন্দ্র চন্দ এর ব্যক্তিগত কর্মকর্তা (P.O) বাবু মাইকেল রায়, পল্লীশ্রী মহাবিদ্যালয়ের সভাপতি এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু নির্মল বিশ্বাস, সাবেক ইউপি সদস্য বাবু পরিতোষ সরকার সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।
Share Button

     এ জাতীয় আরো খবর