January 11, 2025, 6:58 am

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

পঞ্চগড়ে রাস্তায় ছেলেসন্তান জন্ম দিলেন ভারসাম্যহীন এক নারী

পঞ্চগড়ে মানসিক ভারসাম্যহীন এক নারী ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। শনিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টায় পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে সড়কের পাশে ভারসাম্যহীন ওই নারী ছেলেসন্তানের জন্ম দেন।

জানা যায়, ভারসাম্যহীন ওই নারীর নাম সেলিনা আক্তার (২৫)। তিনি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের তেলিপাড়া এলাকার ভ্যানচালক রইস উদ্দীনের স্ত্রী।


পরিবারের সদস্যরা জানান, সেলিনা নামে ওই নারী অন্তঃসত্তা হওয়ার পর স্বামীর বাড়ি থেকে এদিক-সেদিক ঘোরাফেরা করতেন। অন্তঃসত্ত্বার কারণে তাকে রাখা হয় বাবার বাড়িতে। একপর্যায়ে বাবার বাড়ির কাউকে কোনো কিছু না বলেই শনিবার সকালে হেঁটে বেরিয়ে পড়েন।

এরপর হঠাৎ প্রসব ব্যথা সইতে না পেরে সড়কের পাশেই বালুর স্তূপে সন্তান প্রসব করেন মানসিক ভারসাম্যহীন ওই নারী। তার কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে এক ছেলেশিশু। সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নায় ওই নারীকে ঘিরে উৎসুক জনতার ভিড় জমে।

পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের মাধ্যমে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর