January 11, 2025, 7:03 am

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

কৃষকদের কল্যাণে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ :সমাজকল্যাণ মন্ত্রী

আহসান সাকিব হাসানঃ
কৃষকদের কল্যাণে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম,পি। তাই প্রকৃত কৃষকরা যেন সরকারের ভুর্তকিসহ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে কৃষি বিভাগের কর্মকর্তাদের খেয়াল রাখতে বলেছেন তিনি।
বৃহস্পতিবার (২ জুন) জেলার আদিতমারীতে  তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সরকারী আদিতমারী জি,এস মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠে লালমনিরহাটের আদিতমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের তিন ব্যাপী কৃষি মেলার আয়োজন করা হয়
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, এক সময়ের অচেনা বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বে রোল মডেলে পরিনিত করেছেন। তার নেতৃত্বে দেশ আজ সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ।
এমন কোন সেক্টর নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ছোয়া লেগেনি। প্রতিটি সেক্টরকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দিয়েছেন। দেশের কৃষিখ্যাতকে বেগবান করতে কৃষকের উন্নয়নে কৃষি বিভাগকে ব্যাপক কাজ করতে হবে।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  জি,আর সারোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলীনুর রহমানের সঞ্চালনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌফিক আহমেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোশারফ হোসেন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুসাইন মোহাম্মদ এরশাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, প্রশাসনিক প্রধান শওকাত আরা সিদ্দিকা,জেলা স্কাউট সম্পাদক মোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল,সমবায় অফিসার ফজলে এলাহী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুলতান হোসেন প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার (২ জুন) সকালে আদিতমারী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বনাঢ্য শোভাযাত্রা বের হয়ে সরকারী আদিতমারী জি,এস স্কুল এ্যান্ড কলেজ মাঠে শেষ হয়। ৩দিন ব্যাপী আয়োজিত এ মেলায় ১২টি স্টল বসেছে। এছাড়াও আলোচনা সভায় ২ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
Share Button

     এ জাতীয় আরো খবর