January 11, 2025, 4:06 am

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার।

এহিয়া আহমেদঃ  একাধিক মাদক মামলার এক আসামীকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। অভিযানে জিআর১৩৩/১৭, জিআর ৩৩৪/১৭, এবং জিআর ১৯৯/১৯ (সদর) এর পরোয়ানাভূক্ত আসামী মৌলভীবাজার সদর উপজেলার দাউদপুর (হামরকোনা) গ্রামের মৃত. আকাব উদ্দিনের পুত্র নিজাম উদ্দিন (৩৫) কে গ্রেফতার করা হয়। 
বুধবার (১জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় ঐ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশ জানতে পারে সিলেট মেট্রোর উপশহর এলাকায় পরোয়ানাভূক্ত একাধিক মামালার এক আসামী অবস্থান করছে।  তাৎক্ষণিক শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই ইফতেখার ইসলামের দিক নির্দেশনায় ফাঁড়ি পুলিশের এএসআই মোঃ মোশাহিদ কামাল সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঐ এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনিচার্জ এসআই ইফতেখার ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বর্তমানে আসামীকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
Share Button

     এ জাতীয় আরো খবর