আমজাদ হোসেন,পাবর্তীপুর (দিনাজপুর)
৩১মে (মঙ্গলবার) সকাল ১১টায বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উৎযোগে ৫০ বছর পূর্তি উপলক্ষে পায়রা ও বেলুন উড়িয়ে দিনটি উৎযাপন করেন।
দিনাজপুরের পাবর্তীপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এস,এম, ওয়াজেদ আলী সরদার ব্যবস্থাপক,আব্দুল্লাহ আল-মাহমুদ ব্যাবস্হাপক ১/২ইউনিট, মাহফুজুর রহমান,ব্যবস্থাপক সংরক্ষণ ১/২ ইউনিট,
কৃষ্ণপদ সরকার আলোচনা সভায় বক্তব্য রাখেন।
দীর্ঘ ৫০ বছরের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফেলে আসা দিনগুলির কথা ব্যাক্ত করেন বক্তারা।
গত ৫০ বছরের পথচলার অনুষ্ঠানে অংশ নেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। অনুষ্ঠান শেষে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ করে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরবরাহকৃত নতুন পোষাক বিতরন করেন।