-
- জেলা সংবাদ, রংপুর, সারাদেশে
- ইসলামপুরে জীবিত থেকেও মৃত বৃদ্ধের বয়স্ক ভাতা বন্ধ
- আপডেট সময় May, 31, 2022, 12:17 pm
- 146 বার পড়া হয়েছে
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে ৮০ বছরের এক বৃদ্ধ জীবিত থাকলেও তাকে নথিপত্রে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে গেল ১বছর ধরে ভাতা বন্ধ হওয়ায় ওই বৃদ্ধা বিছানাগত অসুস্থ ওষুধের টাকা জোগাড়ে এখন বিপাকে পড়েছে।
জানাগেছে,ওই বৃদ্ধ উপজেলার সদর ইউনিয়নের কাচিহারা গ্রামের মৃত ইদু মুন্সির পুত্র ওয়াহেদ আলী। তিনি ২০০৩ সাল থেকে নিয়মিত বয়স্কভাতা পেয়ে আসছেন। অসুস্থের কারণে নুয়ে পড়ায় বাড়ি থেকে বের হননি প্রায় দুবছর। এতেই মৃত্যু ধারণায় কান্ড ঘটিয়ে দিলেন জন প্রতিনিধিরা।
বৃদ্ধ ওয়াহেদ আলী বুকভরা দুঃখ নিয়ে বলেন – বিগত সতের বছর থেকে তিনি নিয়মিতই ভাতা পেয়ে আসছেন। গত রমজান মাস থেকে বিকাশ অ্যাকাউন্টে বয়স্ক ভাতার টাকা দেওয়ার কথা জানতে পেরে প্রতিবেশী ভাতাভোগিদের সাথে যোগাযোগ করেন। তাদের একাউন্টে টাকা আসলেও পরপর দুই দফায় টাকা না পেয়ে বিষয়টি নিয়ে তিনি অফিসে যোগাযোগ করলে জানতে পারেন নথি অনুযায়ী তিনি আর ‘জীবিত নেই’ তিনি মৃত। ভাতার টাকা বন্ধ হয়ে পড়ায় তিনি নিয়মিত ওষুধ কিনতে না পারায় মানবেতর জীবনযাপনের কথা উল্লেখ করে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোজাহারুল হক ও মহিলা মেম্বার মোর্শেদা বেগমকে দায়ী করেন। তিনি আরো বলেন, এরাই আমার সাথে এল্লে করছে। আমি মরলে মাইকিং করলনি নে। আমি অচল মানুষ,এদিক ওদিক যাবের পাইনে, আমাহে তারা মারি ফেলাইছে এর বিচার চাই।
এ ব্যাপারে মহিলা মেম্বার মোর্শেদা বেগম জানান- অনেক দিন থেকে তাকে দেখিনা, আমি ভাবছি তিনি মারা গেছেন। তাই কার্ডটা অন্যজনকে দিয়েছি।
এ প্রসঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রহুল আমিন বলেন, বিষয়টি দুঃখ জনক। ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটে তাকে মৃত দেখানো হয়েছে। এজন্য তার বয়স্ক ভাতাও বন্ধ করা হয়েছে। তবে বিষয়টি জানার পরেই সংশোধন করে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য পাঠিয়েছি। দ্রুতই তিনি ভাতার টাকা পাবেন।
এ জাতীয় আরো খবর