মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন করার লক্ষে শনিবার বিকালে মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক ফরহাদুল ইসলাম ও সদস্য সচিব নুরনবী সরকারের স্বাক্ষরিত প্যাডে চিলমারী উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের জামিউল ইসলাম বিদ্যুৎকে আহবায়ক ও আব্দুল্লা আল আমিন দুলালকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এই আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা ্আওয়ামীলীগের সভাপতি শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু হানিফা রঞ্জু, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামে সভাপতি মমিনুল ইসলাম বাবু,চিলমারী সাংবাদিক ফোরামে সভাপতি সাওরাত হোসেন সোহেল প্রমুখ। গেজেট ও ভাতা প্রাপ্ত মুক্তি যোদ্ধা সন্তানদের নিয়ে ওয়াড,ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেয়ার জন্য নিদেশ দেয়া হয়।