January 10, 2025, 11:24 pm

সংবাদ শিরোনাম
জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায়

নবীগঞ্জে স্বামীকে না বলে গোপনে দুই দেশ ভ্রমণ! অবশেষে সৌদিআরব থেকে ধরা খেয়ে বাংলাদেশে! মামলা করায় উল্টো বাদীকে হত্যার হুমকি

নবীগঞ্জ প্রতিনিধিঃ- স্ত্রী বিদেশ যাওয়ার জন্য স্ট্যাম্পে স্বাক্ষর না দেওয়ায় দিন দুপুরে ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি থেকে সিএনজিতে তুলে বাড়িতে নিয়ে বেধরক মারপিট। এ ঘটনায় মামলা করার অসহায় স্বামীকে ফোবাইল ফোন সহ নানা রকম হুমকি ধামকি দিচ্ছে আসামীরা।
স্থানীয় সূত্রে ও মামলার বিবরনে জানাযায়, বিগত প্রায় ১২ বছর পূর্বে বিয়ে সরিয়ত মোতাবেক নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের (বরী) গ্রামের কয়েক বছর ধরে বর্তমানে দেওতৈল গ্রামের মৃত লেবু মিয়ার পুত্র কাসেম মিয়া বিয়ে করেন কুর্শি গ্রামের শাসছু মিয়ার কন্যা সুনেছা বেগমকে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল। এর মধ্যে তাদের ঔরসজাত দুটি কন্যা সন্তান রয়েছে। ৮ বছরের বড় মেয়ে চাচঁনী আক্তার ও ১ বছরের সামিয়া আক্তার রয়েছে।
এ ব্যাপারে অসহায় হকার এ প্রতিবেদককে কান্না জড়িত কষ্টে বলেন, গত ২/৩ বছর পূর্ব থেকে আমার শশুর তার আমার স্ত্রী সহ তিনির অন্যান্য মেয়েদের বিভিন্ন স্থানে বিয়ে দিয়ে ২/১ বছর পর আবার তার মেয়েদেরকে নানান লোভ দেখিয়ে স্বামীর কাছ থেকে কাবিনের টাকা নিয়ে চলে আসে। এর মধ্যে পড়ে যায় আমার স্ত্রীর উপর আমার শশুরের নজর। তিনি কয়েক দিন পর পর আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে বিদেশ পাঠানোর জন্য নানান প্রলোভন দেন। এতে আমার স্ত্রী প্রথমে না মানলেও পরে সে তার বাবার কথায় রাজি হয়ে আমার অনুমতি ছাড়া আমার বসতবাড়ি থেকে অবুঝ শিশু চাদঁনীকে ছাগল আনার কথা বলে ছোট মেয়েকে খেলায় রেখে তার বাবা শামছু ও কুর্শি গ্রামের মন্নানের পুত্র কালামের সাথে চলে যায়। বড় মেয়ে ছাগল এনে তার মাকে ঘরে না পেয়ে কান্নাকাটি করে শুরু করে। ঘন্টাখানে পর স্বামী কাসেম বাজার থেকে বাড়িতে গিয়ে দেখে তার বড় মেয়ে কাদছে। কেন কাদছে জিজ্ঞেস করলে সে বলে আম্মাকে পাইরাম না। এতে স্বামী কাসেম বাড়ি ও গ্রামের আশপাশ খুজে পেয়ে অবশেষে গত এপ্রিল মাসের ১৫ তারিখ ও ১৩ রমজান শুক্রবার  ইফতারের পরপরই অবুঝ দুটি শিশু সন্তান ও স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরনাপন্ন হয় দিন মজুর কাসেম। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ডালিম আহমেদ শিশু দুটি দেখে ও কাসেমের কথা শুনে সাথে সাথে একজন পুলিশ অফিসারকে নির্দেশ দিয়ে ঐ পুলিশ অফিসার তাৎক্ষনিকভাবে স্থানীয় ইউপি দিলকাস সহ আরো কয়েকজন তাদের বাড়িতে তাকে পাওয়া যায়নি। সে কোথায় জানতে চাইলে তারা বলে সে তো জর্দান চলে গেছে। পরে তারা ফিরে এসে থানা পুলিশকে জানালে পরদিন পুলিশও তাদের বাড়িতে গিয়ে তাকে পায়নি। কিন্তু জর্দান ২ বছর থাকার পর সে চলে যায় সৌদি আরবে। সেখানে ৩ মাস থাকার পর ভাগ্যের নিমর্ম পরিহাস সে সৌদি আরবে মারামারি করে দেশে চলে আসে। এ খবর আমি পেয়ে তাদের বাড়িতে গিয়ে তাট পাসপোর্ট ছিড়ে জালিয়ে পুড়িয়ে দেই। কিন্তু এর কিছু দিন পর আবার বিদেশ যাওয়ার জন্য তারা বাপ মেয়ে পাগল হয়ে যায়। এতে আমাকেও নানান প্রলোভন দেখায়। আমি তাদের বলি যে, আমি আমার স্ত্রীকে কাজ কর্ম করে খাওয়াবো ও আমার সন্তানদের লেখাপড়া করাতে চাই। তারা আমার কোন কথা শুনে না। বরং বলে আমি না কি স্ট্যাম্পে স্বাক্ষার দিতাম সে বিদেশ যাবে। এ রাজি না হয়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসি। এরপর এ বিষয়টি আমি সাথে সাথে তাদের ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের কাছে বিচার প্রার্থী হই। এর ঘন্টাখানের মধ্যেই উলুকান্দি মসন মিয়ার বাড়ির একটি অংশে আমার বর্তমান অবস্থান বসতঘর ছিল। সেই ঘরটি আলফাস, জসিম ছামছু সহ ৫/৬ জন লোক ভেঙ্গে বটবটি গাড়ি দিয়ে নিয়ে যায়। এ ঘটনা দেখে স্থানীয়রা তাদের সাথে কথা বললে তারা জানায় এ ঘর কাসেমের শশুর বাড়ি দেয়া। এ খবরটিও আমি চেয়ারম্যানকে জানাই। তিনি আমাকে আশ্বাস দিয়ে বলেন, আগামী রবিবার ১২টার সময় কুর্শি ইউনিয়ন অফিসে বিষয়টি দু পক্ষকে নিয়ে দেখা বসে দেখা হবে। এ সময় চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান কাসেমের শশুর, স্থানীয় মেম্বার দিলকাছ এর পায়ে ধরিয়ে ক্ষমা চাওয়ান৷ এবং সাময়িক ভাবে বিষয়টি মিমাংশা করে দেন। এ তো কিছুর পরও
কাসেমের বিপদ আর সরে না। একের পর এক আসতেই তাকে। পরে সে মাইদুল মিয়ার একটি বাসা বাড়া নিয়ে থাকেন কিন্ত পরদিনই বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ২টার দিকে কাসেমকে ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর নবীগঞ্জ রোডস্থ কাসেমকে পেয়ে একটি সিএনজি যোগে ফ্লীম স্টাইলে কুর্শি গ্রামের মৃত ছমর উদ্দির পুত্র শামছু মিয়া (৫৫), শামছু মিয়ার পুত্র জসিম মিয়া (২২), আলফাস মিয়া (১৮), গেদা মিয়ার পুত্র হেলাল মিয়া (৩০) সহ আরো অজ্ঞাত কয়েকজন জোরপূর্বক আমাকে গাড়িতে তুলে নিয়ে যায় কুর্শি আমার শশুর বাড়িতে। আহত কাসেম আরো জানায়, সেখানে নিয়ে তাকে ওঠানে ফেলে শামছু রামদা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে কুপ দিলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে অল্পের জন্য প্রাণে রক্ষা পাই। কিন্তু সুনেছা, তার বোন পাখি, আলফাস, সামেলা সহ আরো অজ্ঞাত লোকজন লাতি, টুশি, কিল ও রগ দিয়ে এলোপাতারি হামলা করে তার ব্যবহৃত মোবাইল ও সাথে থাকা নগদ টাকা নিয়ে যায়। এবং আমার মাথায় রামদার আঘাতে ৫টি সেলাই ও ডান পায়ে দায়ের কুপের আঘাত রয়েছে।তারা মারে আর কয় স্ট্যামে দস্তখত দেওয়ার জন্য। আমার বউ নাকি আবার বিদেশ যাইতো। এতে আমি দস্তখত না দেওয়ায় আরো বেশী মারে। তাদের এলোপাতারি হামলায় কাসেমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে কাসেম রক্ষা পায়।
এ বিষয়টি কাসেমের আত্মীয় স্বজনদের মোবাইল তারাই ফোনে জানায় যে, কাসেম কুর্শি আটক। তাকে তুমরা এসে নিয়ে যাও। এমন খবরে কাসেমের বৃদ্ধ মা ছুটে আসেন স্থানীয় ইউপি সদস্য সিজিল ইসলাম সেজলুর কাছে। তিনি বিষয়টি খুলে বলেন, এতে ইউপি সদস্য বলেন, যাও তুমার তাকে নিয়ে আসো, আমি বাকী বিষয় দেখতেছি। এরপর কাসেমের মা-ভাই ও আত্মীয় স্বজনরা সেখানে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্শি চেয়ারম্যানকে অবগত করে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করান। এ বিষয়টিও নবীগঞ্জ থানা পুলিশকে কাসেম অবগত করেছে বলেও জানায়। অবশেষে গত সোমবার (২৩মে) বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট কগ আদালত হবিগঞ্জে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করে কাসেম। এ মামলার খবর পেয়ে কসেম ও তার পরিবাকরের লোকজনকে যেখানে পাবে সেখানেই নিঃস্ব করে দেবে বলে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছে। ও বিভিন্ন স্থানে আমাকে হত্যার উদ্দেশ্যে খুজতেছে তারা। আমাকে ও আমার পরিবারের লোকজনকে তারা যেকোন সময় আক্রম করে মেরে ফেলতে পারে। আমি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
Share Button

     এ জাতীয় আরো খবর