January 10, 2025, 9:20 pm

সংবাদ শিরোনাম
জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায়

নাস্তা খেয়ে বাড়ি ফিরছিলেন তারা মিনি ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শিশু আবদুল্লাহর; আহত বাবা

বিকাশ চন্দ্র প্রাং, নিজস্ব প্রতিবেদক: নওগাঁর রাণীনগরে মিনি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ওই শিশুর বাবা প্রভাষক জাহাঙ্গীর আলম। বুধবার উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় রাণীনগর-নওগাঁ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ উপজেলার চকমনু গ্রামের আহত প্রভাষক জাহাঙ্গীর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলা গোলচত্বর এলাকা থেকে নাস্তা শেষে মোটরসাইকেল যোগে ছেলেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন প্রভাষক জাহাঙ্গীর আলম। এ সময় হাসপাতাল গেট এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি সিএনজি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এমতাবস্থায় সামনে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেন। এতে ওই শিশু ও তার বাবা ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। আর আহত প্রভাষক জাহাঙ্গীর আলম কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, খবর পাওয়ার পর পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক মিনি ট্রাক আটক করেছে। এর আগেই ট্রাকের চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছে।

এদিকে, ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং এ ব্যাপারে নিহতের পরিবার কোন মামলা দায়ের করবে না মর্মে থানায় লিখিত দেয়ার পর দাফনের জন্য শিশু আব্দুল্লাহর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর