জাতীয় স্মরণমঞ্চের আয়োজনে নজরুল জয়ন্তি পালন।বুধবার (২৫ মে) সকাল ১০টায় জাতীয় স্মরণমঞ্চের কার্যালয়ে বাংলাভাষার বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়। ’বিদ্রোহী নজরুল’-শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, নজরুলের জাতীয় ও আন্তর্জাতিক চেতনার মূল সূত্র ছিল ‘গাহি সাম্যের গান/মানুষের চেয়ে বড় কিছু নাই/ নহে কিছু মহীয়ান’। মানুষের প্রতি অপরিসীম দরদ থেকেই কবি মানুষকে নিয়ে ভেবেছেন, মানুষকে সকল বন্ধন থেকে মুক্তি দিতে জীবনের জয়গান গেয়েছেন।সকল বৈষম্য শোষণ বঞ্চনার বিরুদ্ধে তিনি কলম ধরে, লিখেছেন—’মহা-বিদ্রোহী রণক্লান্ত/আমি সেইদিন হবো শান্ত/যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না/ অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না/ বিদ্রোহী রণক্লান্ত…’জাতীয় স্মরণমঞ্চের সভাপতি ইঞ্জিনিয়ার আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে নজরুলের অপরিহার্যতা ও আগামী দিনের ভাবনা নিয়ে আলোচনা করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের নির্বাহী সদস্য ও সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্মরণমঞ্চের সহ-সভাপতি মোহাম্মদ আলী, স্মরণমঞ্চের যুগ্ম-সম্পাদক কবি ও সাংবাদিক হুমায়ুন কবির, স্মরণমঞ্চের যুগ্ম-সম্পাদক আশ্রাফুর রহমান ফারুক, জাতীয় স্মরণমঞ্চের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক পৃথিবীর নির্বাহী সম্পাদক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, নির্বাহী সদস্য সাংবাদিক এইচ এম জামাল উদ্দিন, মোঃ রেজাউল করিম প্রমূখ।