-
- অপরাধ, জেলা সংবাদ
- বিরামপুরে হেরোইনসহ মাদক বিরোধী মনি আটক
- আপডেট সময় May, 24, 2022, 5:09 pm
- 140 বার পড়া হয়েছে
হিলি প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে হেরোইন ও হোরোইন বিক্রির নগদ টাকাসহ মনি (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নওয়াবুর রহমান জানান, মঙ্গলবার (২৪ মে) দুপুর আড়াইটাই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌর শহরের চকপাড়া (শান্তিনগর) মহল্লায় মাদক বিরোধী অভিযান চালান। এসময় ৬০ পুড়িয়া হেরোইন ও হোরোইন বিক্রির নগদ ১২ হাজার ২১০ টাকাসহ মনি (২৩) কে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী , বিরামপুর পৌর শহরের চকপাড়া (শান্তিনগর)
মহল্লার শহিদ আলীর মেয়ে মনি(২৩)।
এ জাতীয় আরো খবর