January 10, 2025, 1:44 pm

সংবাদ শিরোনাম
জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর

সাদুল্লাপুর বেদে সম্প্রদায়ের সাপ-ই যখন জীবন ও জীবিকা

সাদুল্লাপুর প্রতিনিধি(গাইবান্ধা) ঃ

সবার শরীরে জরিয়ে আছে সাপ। এই সাপই যেনো তাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ। বিভিন্ন জায়গায় ঘুরে
ঘুরে সাপ খেলা দেখিয়ে তারা যা উপার্জন করে তা দিয়েই হলে তাদের পরিবার সংসার ও জীবন। হাট-বাজার ও
শহরে এই সাপ নিয়ে তাদের চলছে নানা কসরত। এমন কসরত দেখিয়ে মানুষের কাছ থেকে উপার্জন করছে নগদ
টাকা ও ধান-চাল। এ দিয়ে জীবন-জীবিকা তাদের। রোববার ( ২২ মে) দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা
শহরে দেখা মেলে বেদে সম্প্রদায়ের ওইসব নারীদের। তারা সুদূর যশোর থেকে ছুটে এসেছেন এখানে। এ।শহরের
বিভিন্ন স্থানে দাঁড়িয়ে নিজের শরীরের উপর।সাপের খেলা দেখাচ্ছিলেন। এসময় উৎসুক জনতা খেলা দেখে ৫-১০
টাকা করে দিচ্ছিলেন সর্পরাজ এই।নারীদেরকে।
জানা যায়, যশোরের বারোবাজার এলাকার বেদে
সম্প্রদায়ের প্রায় ৫০ টি পরিবার এসেছে রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জে। এখানে অস্থায়ী খুপরি ঘর
স্থাপন করা হয়েছে। এসব ঘরে বসবাস তাদের। এই পরিবারের।স্বামী-স্ত্রী-সন্তানেরা সকাল হলে বেরিয়ে পড়ে
প্রত্যান্ত।অঞ্চলে। পেশা হিসেবে সবার কাধে রয়েছে তাবিজ ও।সাপ। এ নিয়ে ছুটে চলা হাট-বাজার-শহরসহ
গ্রামান্তরে। এসব জায়গা দেখানো হয় সাপের খেলা। এরই মধ্যে বিক্রি করছে তাবিজ। অনেকে প্রয়োজনে ওইসব
তাবিজ। কিনে নিচ্ছে। কেউবা সাপ খেলা দেখে টাকা দিচ্ছে।।এভাবে বেদেরা আয়-রোজগার করে চলেছে। তা
দিয়ে।চলেছে তাদের জীবনযাপন। একটু সুখের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
যাযাবরের
মতো ঘুরে বেড়ায় এখানে-ওখানে। যেন জীবনের সাথে
যুদ্ধ করে প্রতিটা দিন কাটায় তারা।

নাম না জানার শর্তে এক বেদে প্রাইভেট ডিটেকটিভ কে জানান,স্থায়ী ঠিকানা যশোর জেলায় হলেও নেই তাদের
ঘরবাড়ি।জীবিকার তাগিদে ভ্রাম্যমানভাবে ঘুরতে হয় দেশেরবিভিন্ন অঞ্চলে। মুল পেশা তার সাপ খেলা দেখানো।
এইখেলা দেখে মানুষ খুশি করে যেটুকু দেয় তা দিয়ে চলেসংসার। শেফালী বেগম নামের এক বেদে বলেন, সাপ
খেলায়আমার জীবন। এ থেকে প্রতিদিন ৪০০ থেকে ৬০০ টাকা আয় হয়। এইউপার্জনের টাকায় কোনমেত
জীবিকা নির্বাহ করা হয়ে থাকে আমাদের দুঃখ- কষ্টের সীমা নেই। তবে স্থানীয় কিছু গণ্য মান্য ব্যাক্তি বলেন এদের
জন্য সামাজিক মর্যাদা বাড়ানো দরকার।

Share Button

     এ জাতীয় আরো খবর