বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভালো কাজের পুরুস্কার হিসেবে শ্রেষ্ঠ কর্মকর্তা মূল্যায়নে ভূষিত করলেন। দিনাজপুরের ১৩টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ভূমি অফিসার নির্বাচিত হলেন পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) প্রীতম সাহা তার কার্যকলাপ ও সততার প্রতিফলনে বয়ে নিয়ে এসেছে এই শ্রেষ্ঠত্ব। ঢাকার মানিকগঞ্জ জেলার কৃতি সন্তান ৩৫ তম বিসিএস অফিসার প্রীতম সাহা। সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় যোগদান করেন । তিনি সততার প্রতিক, দায়িত্ব পালনের জন্য পাবর্তীপুর বাসীর নিকট এক মাইল ফলক হয়ে থাকলো। মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তিনি শতাধিক মাদক অপরাধীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ডের শাস্তি দিয়েছেন । তাঁর এই সাহসী উয্যগের কারনে পাবর্তীপুর উপজেলায় মাদক সেবী ও মাদক ব্যাবসায়ী অনেকটাই নিয়ন্ত্রণে। তিনি তার এই সমস্ত কার্যের উপহার ও স্বীকৃতি স্বরুপ তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ভূমি অফিসার হওয়ায় প্রীতম সাহা কে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বাণী জানানো হয়েছে ।