-
- অপরাধ, জেলা সংবাদ
- জয়পুরহাটে পুত্রের হাতে পিতা খুন, গ্রেফতার ঘাতক ছেলে সুলতান
- আপডেট সময় May, 15, 2022, 4:14 pm
- 220 বার পড়া হয়েছে
মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে ছেলে সাবেক ইউ’পি সদস্যর বিরুদ্ধে।
উপজেলার বরণ গ্রামে বৃদ্ধ বাবা কাদের দেওয়ানকে (৬৮) পিটিয়ে হত্যা করেছে ছেলে স্বাবেক ইউপি সদস্য সুলতান৷
রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ছেলেকে গ্রেফতারের অভিযানে নামলে, পাষণ্ড ছেলে সুলতানকে আটক করতে সক্ষম হয় পুলিশ ।
(১৫মে) সকালে পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ির উঠান থেকে বাঁশ লাঠি নিয়ে বৃদ্ধ পিতা কাদের দেওয়ানের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন।
রক্তাক্ত অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর খবর পাওয়ার পর ছেলে বাড়ি থেকে পালিয়ে যায়।
পাঁচবিবি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব সাংবাদিকদের বলেন, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা খবরে পেয়ে আমরা ঘটনার স্থলে গিয়ে অভিযুক্ত সুলতানকে আটক করতে সক্ষম হয়েছি এ ব্যপারে থানায় মামলা প্রক্রিয়াধীন চলছে ৷
এ জাতীয় আরো খবর