January 16, 2025, 10:49 am

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

সরকার চাইছে নির্বাহী কমিটির সভা সুষ্ঠুভাবে সম্পন্ন না হোক: রিজভী

সরকার চাইছে নির্বাহী কমিটির সভা সুষ্ঠুভাবে সম্পন্ন না হোক: রিজভী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার চাইছে নির্বাহী কমিটির সভা সুষ্ঠুভাবে সম্পন্ন না হোক। আর এ জন্যই নির্বাহী কমিটির সদস্যদের গণগ্রেফতার করছে। সরকার গণগ্রেফতার চালিয়ে পরিকল্পিতভাবে ভিন্ন কৌশলে আরেকটি বিতর্কিত নির্বাচনের দিকে এগোচ্ছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন রিজভী। আজ শনিবার রাজধানীর খিলক্ষেতে লা মেরিডিয়েন হোটেলে সকাল ১০টা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় অংশ নেয়ার জন্য প্রায় সাতশ নেতাকর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এরইমধ্যে সভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার থেকে সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে নেতারা সভাস্থলে নিবন্ধন করতে পারবেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের পার্টনার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার চালাচ্ছেন। আর বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জাল নথির ওপর ভিত্তি করে ভুয়া ও মিথ্যা মামলায় হয়রানির মাধ্যমে জুলুম করা হচ্ছে। প্রায় প্রতিদিন বিএনপি নেতা-কর্মীদের ওপর চলছে অত্যুগ্র মাত্রায় জেল, জুলুম, নির্যাতন, গ্রেফতার ও গণগ্রেফতার। খালেদা জিয়ার মিথ্যা মামলার বিচার নিয়ে কোনো নেতিবাচক সিদ্ধান্ত হলে জনরোষ চরম প্রতিবাদের শক্তিতে রাজপথে আছড়িয়ে পড়বে, যোগ করেন রিজভী। তিনি বলেন, গতকাল (গত বৃহস্পতিবার) দলের জাতীয় নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু ও নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবসহ নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। এভাবে নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা নয়া পল্টনের কার্যালয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে এসে গ্রেফতার হয়েছেন, বাসা থেকেও নেতৃবৃন্দদের গ্রেফতার করা হচ্ছে। এদের মিটিং তো আগামীকাল (শনিবার)। এদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে? যাতে নির্বাহী কমিটির বৈঠকটি সাফল্যম-িত না হয়, সার্থক না হয়, এটাই সরকারের উদ্দেশ্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে তার বহরের কর্মীদের মধ্য থেকে পুলিশের উপর হামলার পর থেকে ধরপাকড় চলছে। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ঠিক হওয়ার পর খালেদা জিয়া বিএনপির বর্তমান জাতীয় কমিটির প্রথম সভা ডাকে। বিএনপি বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনে সিটিতে এই সভা করতে চাইলেও তারা অনুমতি দেওয়ার পর তা বাতিল করে। তাতে সরকারের হাত রয়েছে বলে বিএনপির দাবি। এরপর খিলক্ষেত্রের লো মেরিডিয়ান হোটেল এই সভার জন্য ঠিক করে বিএনপি। রিজভী বলেন, সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। বৈঠকের অংশগ্রহণকারী নির্বাহী কমিটির সদস্যদর মাঝে পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে গ্রেফতার ঢাকা মহানগর নেতা শফিকুল ইসলাম রাসেল, মো. খলিল, রানী বাবু, আমির সর্দার, রোমান, লিংকন, মো. মুক্তার হোসেন, রহমত উল্লাহ দুলাল, তোজাম্মেল হক সোহাগ, রাহাত খান, জাকির হোসেন সজীব, আলমগীর, সৈয়দা দিলারা কলি, মনোয়ারা বেগম, সাহিদা, মোসামাৎ শামীমা, আবদুল্লাহ আল মামুন, সুমন, ব্রাহ্মণবাড়িয়ার নেতা মোমিনুল হক, শরীফ হেসেন, মো. আলমগীরে মুক্তির দাবি জানানো হয়। রিজভী বলেন, বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করা যেন আইনশৃঙ্খলা বাহিনীর পুতুল খেলা হয়ে দাঁড়িয়েছে। যখন ইচ্ছে হচ্ছে বাসা থেকে, রাস্তা থেকে, হাটবাজার থেকে, দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীদের তুলে নিয়ে গিয়ে প্রথমে অস্বীকার করার পর দরকাষাকষি শুরু হয়। বলা হয়, বেশি টাকা দিলে হালকা মামলা দেওয়া হবে, আর কম টাকা দিলে কঠিন মামলা দেওয়া হবে। অর্থ দিতে অক্ষম হলে শুরু হয় অমানবিক শারীরিক নির্যাতন। এই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্র ও শাসনের নমুনা। রিজভী জানান, গত চার দিনে বিএনপির অন্তত ২৭৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর