দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৮নং মাহমুদ পুর ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ্ পরিবারের মাঝে ভিজিএফের বিনা মুল্যে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় চাল বিতরনের ১ম দিনে ইউনিয়নের গরিব অসহায় দের সরকারি বরাদ্দ অনুযায়ী ৬ হাজার মানুষের মধ্যে ৭, ৮,ও ৯ নং ওয়ার্ডের ২১শ ৫৬ জনের মাঝে বিনামূল্যে এই চাল বিতরণ করা হয়।
উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান মোঃ ছালাউদ্দিন (মাসুম) নিজে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ্ পরিবারের মাঝে এ চাল বিতরণ করেন। চাল বিতরণ কালে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জন নেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রার্থমিক শিক্ষা অফিসার রেজাউল করিম , মোগরপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক মোখলেছুর রহমান, ইউনিয়ন সচিব, মঞ্জুরুল ইসলাম, মাহমুদ পুর ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য ৩ জন মহিলা সদস্য, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আব্দুল কাদের, নবাবগঞ্জ দিনাজপুর।