মনিরুজ্জামান মুন্না , পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁ জেলার জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ এর সাথে পত্নীতলা উপজেলার সরকারী কর্মকর্তা,কর্মচারী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সেবা গ্রহীতা ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পিএএ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সেবা গ্রহিতা, জনপ্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ প্রমূখ ।
সভা শেষে তিনি নজিপুর পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন ।