-
- অপরাধ, জেলা সংবাদ
- জালালাবাদ থানা এলাকায় অবৈধভাবে টিলা কাটার দায়ে মোবাইল কোর্ট-এ ১,০০,০০০/-(একলক্ষ) টাকা জরিমানাঃ
- আপডেট সময় April, 9, 2022, 11:00 am
- 154 বার পড়া হয়েছে
নিজ্বস্ব প্রতিনিধিঃ গত ০৭/০৪/২০২২ ইং তারিখ সিয়েরা-২১ পার্টির অফিসার এসআই(নিরস্ত্র) নিহারেন্দু তালুকদার সঙ্গীয় ফোর্স ও এসআই (নিরস্ত্র) মোঃ মাহাবুর আলম মন্ডল, সর্ব জালালাবাদ থানা, এসএমপি,সিলেটদের সহায়তায় ০৭/০৪/২০২২ইং তারিখ বিকাল ১৪:৩০ ঘটিকার সময় জালালাবাদ থানাধীন ৮নং সিটি ওয়ার্ডের উপরপাড়াস্থ জামে-মসজিদ সংলগ্ন অবৈধভাবে পাহার/টিলা কাটা অবস্থায় মোঃ লামীম(৪২), পিতা-মোঃ সেকেন্দার খান, সাং-৭৯, নূরানী, সুবিদ বাজার, থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেটকে এবং তার হেফাজতে থাকা ০১টি মাটিকাটার বুলডোজার সহ আটক করেন। ধৃত আসামী বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধনী-২০১০) এর ৬(খ) ধারায় অপরাধ করায় ঘটনাস্থলে উপস্থিত জনাব এমরান হোসেন, পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর,সিলেট মোবাইল কোর্ট পরিচালনা করতঃ আটক বর্ণিত আসামীকে নগদ ১,০০,০০০/-(একলক্ষ) টাকা জরিমানা এবং অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ জাতীয় আরো খবর