January 9, 2025, 9:19 am

সংবাদ শিরোনাম
হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত

কুড়িগ্রামে প্রথমবারের মতো বিশুদ্ধ খাদ্য আদালতের কার্যক্রম শুরু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রথমবারের মতো কুড়িগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৬ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এর নেতৃত্বে এ আদালতেরকার্যক্রম শুরু হয়।

 

অভিযানের প্রথম দিনেই এক ফল ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপনের নির্দেশনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এর নেতৃত্বে খাদ্য পরিদর্শক মো. রফিকুল আলমসহ জেলা পুলিশের একটি দলের সমন্বয়ে খাদ্য আদালত অভিযান পরিচালনা করে। এসময় কুড়িগ্রাম শহরের অন্তত ১৭ টি দোকানপাট, হোটেল, ফলের দোকানে অভিযান চালানো হয়। আদালতের কার্যক্রম পরিচালনার সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করাসহ সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়। অভিযানে একজন ফল ব্যবসায়ীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে।
আদালত সূত্র জানায়, জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরতে ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ প্রণীত হয়। পরে ২০১৫ সালে ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ নির্ধারণ করে গেজেট প্রকাশ করে আইনটি কার্যকর করা হয়। তবে আইন থাকলেও কুড়িগ্রাম জেলায় এই আদালতরে কার্যক্রম এর আগে কখনও পরিচালনা করা হয়নি। আদালত জানায়, খাদ্যে ভেজাল এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফলে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। আইনের বাস্তব প্রয়োগ এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনায় জেলায় বিশুদ্ধ খাদ্য আদালতের কার্যক্রম শুরু করা হলো। এরুপ কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।

Share Button

     এ জাতীয় আরো খবর