কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সোনালী ব্যাংক কুড়িগ্রাম হল রুমে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজর মো. রশিদুল ইসলাম।
কুড়িগ্রাম ব্রাঞ্চের এসিসটেন্স ম্যানেজার লুৎফুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) ওয়াহেদুননবী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। প্রবাসীদের বৈধ উপায়ে রেমিটেন্স আনার লক্ষ্যে সোনালী ব্যাংক কুড়িগ্রাম শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, আমাদের দেশের মানুষ বিদেশের মাটিতে গিয়ে প্রচুর পরিশ্রম করে। এই প্রবাসীরা যাতে হুন্ডির মাধ্যমে তাদের টাকা না পাঠিয়ে সোনালী ব্যাংকের রেমিটেন্স’র মাধ্যমে পাঠায় তাহলে তাদেরকে নানা সুবিধা দেয়া হবে। এরই লক্ষ্যে সমাবেশ আয়োজন করা হয়।