November 15, 2024, 4:28 am

সংবাদ শিরোনাম
মণিপুরী মহারাসলীলা উৎসবে নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সজাগ সেনাবাহিনী ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য-বিবৃতিতে অসন্তুষ্ট ঢাকা অবিলম্বে তুরাব হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ঘোড়াঘাটে শ্বাসরোধে যুবককে হত্যা স্ত্রী আটক পটুয়াখালীতে বর্নাঢ্য আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ন্যায্য জ্বালানি রূপান্তর ক্যাম্পেইনে মোংলায় অবস্থান কর্মসূচি উদ্বোধন হলো বেনাপোল  কার্গো ভেহিকেল টার্মিনাল।কমবে ভোগান্তি, বাড়বে রাজস্ব মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় ‘চার্জশিট থেকে নাম কাইটে দিমুনি’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

পটুয়াখালীতে বর্নাঢ্য আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি:

‘অপ্রতিরোধ্য বাংলাদেশের অগ্রযাত্রা, কৃষি প্রযুক্তিতে এনে দেবে নতুন মাত্রা’ এ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন পটুয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক এইচ এম শামিম।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেনের সভাপতিত্বে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক মো. হুমায়ুন কবির প্রমূখ।

কলাপাড়া উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলায় উন্নত প্রযুক্তিতে কৃষি চাষের বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন কৃষকরা। মেলায় উন্নত প্রযুক্তিতে চাষাবাদ করে সফল কৃষক সুলতান গাজী তার অভিজ্ঞতা উপস্থিত কৃষকদের সামনে তুলে ধরেন।

পরে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৬ হাজার ২০০ কৃষককে ১১ ধরনের ফসলের বীজ ও সার প্রদান করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর