September 21, 2024, 9:25 am

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

পীরগঞ্জের মেধাবী স্কুল ছাত্র সাকিব বাঁচতে চায়

পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতাঃ
পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউপির হাসানপুর গ্রামের দরিদ্র ফজলুল হকের স্কুল পড়ুয়া পুত্র সাকিব আল হাসান বাঁচতে চায়।
দীর্ঘ দিন হয় সে এ্যাপ্লাষ্টিক এ্যানোমিয়া (রক্ত শুন্যতা) রোগে ভুগছেন।
তার বাবা জানায়, বিগত এক বছর হয় ঢাকা মেডিকেল কলেজের ব্লাড ক্যান্সার ও রক্ত পরিপক্ব বিভাগের ডাঃ মনিরুজ্জামানের নিকট চিকিৎসায় ছিলেন। এখন তাকে পুরোপুরি সুস্হ করতে হলে “বোন ম্যারো ট্রান্সপ্লান্ট” অপারেশন জরুরী। তার শরীরে রক্ত ধারন ও উৎপাদন ক্ষমতা কম। এ পর্যন্ত চিকিৎসায় প্রায় দশ লক্ষ টাকা ব্যায় হয়েছে। ডাঃ মনিরুজ্জামান জানায়, তার অপারেশনে ১৫ লক্ষ টাকা ব্যায় হবে।
দরিদ্র ফজলুল হক সর্বশেষ তার এক খন্ড জমি বিক্রয় করে অল্প কিছু টাকা সংগ্রহ করে ভারতে গিয়ে চিকিৎসার জন্য ইতোমধো ভিসাও সংগ্রহ করেছেন। অপারেশন ব্যায় মিটাতে আরো ৭ / ৮ লক্ষ টাকার প্রয়োজন।
সাকিব বর্তমানে রংপুর মেডিকেল কলেজের ক্যান্সার ও রক্ত পরিপক্ব বিভাগের ডাঃ এ কে এম কামরুজ্জানের চিকিৎসা তত্বাবধায়নে রয়েছেন।
সাকিবের পিতা তার সন্তানকে বাঁচাতে জরুরী অপারেশনের জন্য দেশের হৃদয় বান দানশীল ব্যাক্তিগণের নিকট সাহায্যের সবিনয় আবেদন জানিয়েছন। সাহায্য পাঠানোর ঠিকানা। ইসলামি ব্যাংক পীরগঞ্জ শাখা,রংপুর, হিসাব নং ২০৫০৭৭৭০২০৪২৭১১, বিকাশ নং ০১৭২৯৩২৭৫৮০।

মোঃ মোস্তফা মিয়া
পীরগঞ্জ, রংপুর

Share Button

     এ জাতীয় আরো খবর