September 17, 2024, 5:44 pm

সংবাদ শিরোনাম

লালপুরে আশ্বিনী ঝড়ে তিন শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

লালপুরে আশ্বিনী ঝড়ে তিন শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার উপর দিয়ে আকস্মিক বয়ে যাওয়া আশ্বিনী ঝড়ে প্রায় তিন শতাধিক ঘর-বাড়ি বিদ্ধস্ত হয়েছে। এ সময় কয়েক শত গাছ পালা, কয়েকটি বৈদ্যুতিক খুটি উপড়ে ও ভেঙ্গে গেছে এবং কয়েকটি বৈদ্যুতিক মিটার উড়ে গেছে।
উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী জানান, মঙ্গলবার (১০ই অক্টোবর) দুপুরে তার ইউনিয়নের রুনাথপুর,হাসিমপুর ও লালপুর ইউনিয়নের মোমিনপুর ও বাকনা গ্রামের উপর দিয়ে আকস্মিক তিব্র বেগে আশ্বিনী ঝড় বয়ে যায়। মুহুর্তের মধ্যে রঘুনাথপুর ও হাসিমপুর গ্রামের দুই শতাধিক এবং মোমিনপুর ও বাকনা গ্রামে শতাধিক ঘর-বাড়ি, একটি বিদ্যালয়, কয়েক’শ গাছ পালা,বৈদ্যুতিক খুটি ও বৈদ্যুতিক মিটার বিদ্ধস্ত হয়।
খবর পেয়ে নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ,লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা সহকারী কমিসনার (ভুমি) আবু তাহির, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দেন।
Share Button

     এ জাতীয় আরো খবর