October 7, 2024, 7:39 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

বেড়েছে চিনি-আটার দাম, সব্জির বাজারে স্বস্তি

ডিটেকটিভ ডেস্কঃঃ

 

রাজধানীর বাজারে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় ৩ পণ্যের দাম। চিনি প্রতি কেজি কিনতে হচ্ছে পঁচাত্তর টাকারও বেশি দামে। এছাড়াও বেড়েছে আটা ও ময়দার দাম। স্বস্তি নেই সয়াবিন তেলেও। তবে কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম।

শুক্রবার ছুটির দিনে বাজার করতে এসে বাজেটের সাথে নিত্য পণ্যের দাম মেলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে সীমিত আয়ের লোকজনকে।

বাজারে চিনি কিনতে খরচ হচ্ছে আগের চেয়ে বেশি। ৭/৮ দিন আগে প্রতি কেজি প্যাকেট ও খোলা চিনি ৭২ টাকায় কেনা গেলেও এখন তা ৭৫/৭৬ টাকা। দাম বেড়ে ২ কেজি প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। আর বোতলজাত ১ লিটার সয়াবিন তেল মিলছে ১৪৫ থেকে ১৪৮ টাকায়।
এদিকে, সরবরাহ ভালো থাকায় কেজিতে ৫ টাকা কমেছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৮ টাকা কেজিতে। তেমন পার্থক্য নেই আমদানি করা পেঁয়াজেও। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কার্যকর বাজার তদারকির দাবি জানিয়েছে ভোক্তারা।
সরবরাহ ভালোর পাশাপাশি ক্রেতা কম থাকায় স্বস্তি রয়েছে সবজির দামে। বেগুন, পটল, কাঁচামরিচসহ বেশিরভাগ সবজি কেনা যাচ্ছে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে।
করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সদ্য ঘোষিত বাজেটে আমদানি করা পণ্যের উপর কোনো করারোপ করা হয়নি। এতে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কিছুটা কমবে—এমনটাই প্রত্যাশা ছিল ক্রেতাদের। কিন্তু বাজেট ঘোষণার পর পর আটা, ময়দা, ডাল, তেলসহ অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরেক দফা বেড়েছে।

//ইয়াসিন// 

Share Button

     এ জাতীয় আরো খবর