দেশে করোনার ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে ৮০ শতাংশই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। ৫০ নমুনার মধ্যে ৪০টিতে পাওয়া গেছে এই দ্রুত সংক্রমণশীল ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা।
এছাড়া ০৮ টি নমুনায় সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ১৬ টি নমুনার ১৫ টি নমুনায়, গোপালগঞ্জের ০৭ টি এবং খুলনা শহর থেকে ০৩ টির মধ্যে মধ্যে সবগুলোতে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ঢাকা শহরের ০৪ টি নমুনার মধ্যে ২টিতে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় আসা ৭ জনের নমুনায়ও ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
ডেল্টা ভ্যারিয়েন্ট রোগীদের মধ্যে ০৩ জনের বয়স অনুর্ধ্ব ১০ বছর, ০৭ জনের বয়স ১০-২০ বছর, ১০ জনের বয়স ২১-৩০ বছর, ০৮ জনের বয়স ৩১-৪০ বছর, ০৮ জনের বয়স ৪১-৫০ বছর এবং ০৪ জনের বয়স ৫০ বছরের উর্ধ্বে। ((এদের মধ্যে ২৪ জন পুরুষ।
//ইয়াসিন//