ডিটেকটিভ ডেস্কঃ
শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
সোমবার বিকেলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
এর আগে গত ২৭ এপ্রিল অধিকতর চিকিৎসার জন্য করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।স্বাস্থ্য পরীক্ষা জন্য মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে বসুন্ধরার ওই হাসপাতালে নেয়া হয়েছিল। কিছু পরীক্ষা করার পর রাত ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার জন্য খালেদা জিয়াকে রাত সাড়ে ৯টার সময় তার গুলশানের বাসবভন থেকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তার সিটি স্ক্যানসহ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রিপোর্ট হাতে পাওয়ার পর দুই-একদিনের মধ্যে খালেদা জিয়াকে বাসায় নেয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী।
গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রন্ত হন খালেদা জিয়া। এর ১৫ দিন পর আবারও করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ হন তিনি। দ্বিতীয় টেস্টেও বিএনপি চেয়ারপারসনের ফল পজিটিভ এলেও তখন তার শারিরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিল তার ব্যক্তিগত চিকিৎসক।