ডিটেকটিভ ডেস্কঃঃ
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরো প্রায় ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণহানি ৯ লাখ ৬৮ হাজার ছাড়ালো। নতুন ২ লাখ ২৩ হাজার শনাক্ত নিয়ে মোট আক্রান্ত ৩ কোটি ১৪ লাখের বেশি। ভারতে সোমবার করোনায় ১ হাজার ৫৬ জনের প্রাণ গেছে, শনাক্ত হয়েছে ৭৪ হাজার।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে ৫শর কম মৃত্যু রেকর্ড হয়েছে সোমবার। তবে যুক্তরাষ্ট্রে নতুন শনাক্ত হয়েছে ৩৩ হাজার জন। সংক্রমণ কমেছে ব্রাজিলেও। নতুন করে ভাইরাস মিলেছে ১৫ হাজার মানুষের দেহে।
এদিকে, যুক্তরাজ্যে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে দৈনিক ৫০ হাজার করোনা রোগী শনাক্ত হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা প্রধান স্যার প্যাট্রিক ভালেন্স। করোনা মোকাবিলায় এখনই পদক্ষেপ না নিলে, আরো ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
সংক্রমণ বাড়ায় মাদ্রিদে নতুন কড়াকড়ি আরোপ করেছে স্পেন। এর আওতায় ঘরবন্দি হচ্ছে ৮ লাখের বেশি মানুষ।
করোনা মহামারীর মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলির শুধু একজন প্রতিনিধি যোগ দিবেন।