October 7, 2024, 8:15 am

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

নানা আয়োজনের নাটোরে জাতীয় শোকদিবস পালিত

মোঃ সালমান হোসাইন,নাটোর জেলা প্রতিনিধিঃ

নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ রাজনৈতিক নেতা কর্মী ও মুক্তিযোদ্ধারা। শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা কালেক্টরেট চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ নিবেদন করেন জেলা প্রশাসক সহ জেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বীর মুক্তিযোদ্ধারা। পরে কালেক্টরেট ভবন চত্বরের ডিসি পার্কে বৃক্ষ রোপন করা হয়। এদিন সকলে পৌরসভা কাযার্লয় চত্বরে পৌর মেয়র উমা চৌধুরী জলির নেতৃত্বে পৌর কর্মকর্তা কর্মচারী প্রতিকৃতিতে পুস্পার্ঘ নিবেদন করেন।এর আগে কাযার্লয় চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন করে কিছুক্ষন নিরবতা পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে কান্দিভিটাস্থ দলীয় কাযার্লয় চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন দলের বিভিন্ন পযার্য়ের নেতা কর্মীরা। এর আগে কাযার্লয় চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতসহ দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন সাংসদ শফিকুল ইসলাম শিমুল, মহিলা সাংসদ রত্না আহমেদসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। এসময় পৌর মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মোতুর্জা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ নিবেদন শেষে ১৫ আগষ্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এদিন দুপুরে স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম শিমুলের ব্যবস্থাপনায় আয়োজন হয় দোয়া মাহফিল সহ কাঙ্গালী ভোজের। এছাড়া বিভিন্ন মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং মন্দির ও উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন সহ বঙ্গবন্ধুর ৭ মাচের্র ঐতিহাসিক ভাষন প্রচার করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর