July 27, 2024, 8:51 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ফুলবাড়ীর ২৯ বিজিবি’র আওতায় রসুলপুর সীমান্তে নব নির্মিত বিওপির নতুন ভবনের শুভ উদ্বোধন

ফুলবাড়ীর ২৯ বিজিবি’র আওতায় রসুলপুর সীমান্তে নব নির্মিত বিওপির নতুন ভবনের শুভ উদ্বোধন
মাসউদ রানা


দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় কাজিহাল ইউপির রসুলপুর গ্রামে বিজিবি’র নব নির্মিত নতুন ভবনের শুভ উদ্বোধন ও চোরাচালান মাদক বিরোধী এক মতবিনিময় সভা ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম(পিবিজিএম)এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় কাজিহাল ইউপির রসুলপুর গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র নতুন ভবনের শুভ উদ্বোধন করেন উত্তর পশ্চিম বিজিবি’র রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম(পিএসসি)।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করেন স্থানীয় মসজিদের ঈমাম মো. রবিউল ইসলাম। সকাল ১১ টায় রসুলপুর বিওপির সংলগ্ন ঈদগাহ্ মাঠে এলাকাবাসীর উপস্থিতিতে চোরাচালান ও মাদক বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম(পিবিজিএমএস)।


প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উত্তর পশ্চিম বিজিবি’র রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম(পিএসসি)। প্রধান অতিথির বক্তবে তিনি সকলকে মাদক বিরোধী কঠোর অবস্থানে থাকার আহব্বান জানান। নতুন বিওপির উদ্বোধনের ফলে এই অঞ্চলে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে অভিযানে আরও গতিশীলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্তকরেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপ-মহাপরিচালক দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাকির হোসেন (পিবিজিএমএস),দিনাজপুর বিজিবি’র সেক্টরের অপারেশন অফিসার মেজর এএসএম রবিউল হাসান,রংপুর রিজিয়নের বিজিবি’র ডাইরেক্টর অপারেশ লেঃ কর্নেল মো. মোরশেদ, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব,কাজিহাল ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন,ইউপি সদস্য মো. নাসির।
এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক,ইউপি সদস্য,বিজিবি’র সৈনিকগন,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী ২৯ বিজিবি।

Share Button

     এ জাতীয় আরো খবর