ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ
করোনাকালে বাড়তি সতর্কতায় এখনও ঘরবন্দি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।ইতিমধ্যে কয়েকটি সিরিজ বাতিল হয়ে গেছে তাদের। খেলা তো দূরের কথা দলবেঁধে অনুশীলনও করতে পারছেন না ক্রিকেটাররা।তবে এমন পরিস্থিতিতেও উচ্ছ্বসিত জাতীয় দলের তরুণ তুর্কি আফিফ হোসেন।মাঠে না থাকলেও প্রায়ই হেড কোচ ও অন্য কোচিং স্টাফদের সঙ্গে ভার্চুয়াল ডিসকাশন করে অনেক কিছুই শিখছেন বলে জানালেন আফিফ।বিশেষ করে গ্রুপ চ্যাটে মুশফিকুর রহিমসহ সিনিয়র ক্রিকেটারদের শেয়ার করা অভিজ্ঞতা বেশ কাজে দিচ্ছে তার।আফিফ বলেন, ‘মাঠে ক্রিকেট নেই, প্র্যাকটিস করাও যাচ্ছে না। তবে হেড কোচ, কোচিং স্টাফ এবং সিনিয়র ক্রিকেটাররা গ্রুপে যেসব কথাবার্তা আলাপ করছেন এবং ক্রিকেট নিয়ে বিশ্লেষণ, পর্যালোচনা করছেন, তা খুবই কার্যকর এবং আমাদের মতো তরুণদের খুবই উপকারে আসছে।এ ক্ষেত্রে মুশফিককে এগিয়ে রেখেছেন আফিফ।মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ এই তরুণ ক্রিকেটার।এ নবীন অলরাউন্ডার বলেন, ‘মুশফিক ভাই আমাদের তরুণদের সামনে তার অভিজ্ঞতা ঢেলে দিয়েছেন নানা গ্রুপ চ্যাটে।কীভাবে এগিয়ে যাব এবং দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতন থাকব সেগুলো শিখিয়েছেন।মাঠে প্রতিনিধিত্ব করতে গেলে কতটা কর্তব্যবোধ নিয়ে নামতে হয়, সে সম্পর্কে ধারণা দিয়েছেন আমাদের।তার পরামর্শগুলো অবশ্যই আমাদের মতো তরুণদের কাজে দেবে।
প্রাইভেট ডিটেকটিভ/১৩ জুলাই ২০২০/ইকবাল