October 8, 2024, 1:37 am

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

জেদ্দায় করোনায় কর্মহীন বাংলাদেশীদের মাঝে আওয়ামী পরিষদের ত্রাণ বিতরণ

আব্দুল্লাহ আল মামুন,বিশেষ প্রতিনিধি:

সৌদি আরবের জেদ্দায় ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলে বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া প্রবাসী বাংলাদেশীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেদ্দা আওয়ামী পরিষদ।
সোমবার (৬ এপ্রিল) জেদ্দা আওয়ামী পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে তাঁরা করোনা পরিস্থিতিতে কর্মহীন এসব মানুষদের মাঝে চাল, ডাল, তেল, সবজি ও নগদ অর্থসহ অন্যান্য খাদ্যসামগ্রী এবং হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেদ্দা আওয়ামী পরিষদের উপদেষ্টা কাজি নেয়ামুল বশির, ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আরিফ ভ‚ঁইয়া, সাধারন সম্পাদক সারতাজুল আলম দিপু এবং যুগ্ম সম্পাদক শামীম চৌধুরী প্রমূখ।
ত্রাণ সামগ্রী বিতরণকালে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আবুল কালাম আজাদ বলেন, আল্লাহর রহমতে লকডাউন ঘোষনার ঠিক আগমুহূর্তে আওয়ামী পরিষদের উদ্যোগে জেদ্দা ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলের কর্মহীন হয়ে পড়া অসহায় প্রবাসী বাংলাদেশীদের মাঝে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করতে পেরে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো নির্দেশনা মেনে আগামী দিনেও জেদ্দা আওয়ামী পরিষদ অসহায় মানুষদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বর্তমান সময়ে দেশে অবস্থান করা জেদ্দা আওয়ামী পরিষদের সভাপতি কাজি নওফেল এক বিবৃতিতে সৌদি আরবে থাকা বাংলাদেশী ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলা ভিত্তিক সমিতির সবাইকে কর্মহীন ক্ষতিগ্রস্থ প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সৌদি সরকার গত ৪ এপ্রিল থেকে বন্দর ও শিল্প নগরী জেদ্দার ৬ টি এলাকায় ২৪ ঘন্টা কারফিউ জারি করেছে। ঐসব এলাকায় প্রচুর সংখ্যক বাঙালির বসবাস রয়েছে বলে জানা যায়।

প্রাইভেট ডিটেকটিভ/০৭ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর