September 21, 2024, 9:25 am

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষ্যে ক্যামব্রিজ সিটি কলেজে ফ্রি কোর্সের শুভ উদ্ধোধন

মোহাম্মদ হাছান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ঐতিহ্যবাহী ক্যামব্রিজ সিটি কলেজে ২০২০ এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ফ্রি ইংলিশ স্পোকেন কোর্স ও কম্পিউটার বেসিক কোর্সের শুভ উদ্ধোধন ঘোষণা করা হয়।১৫ মার্চ রবিবার সকাল ১১ ঘটিকার সময় ফ্রি কোর্সের শুভ উদ্ধোধন ঘোষণা করেন ক্যামব্রিজ সিটি কলেজের অধ্যক্ষ জিএম জাকারিয়া খান সায়েম। এসময় সকল প্রশিক্ষণার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর  আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল আউয়াল, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারন সম্পাদক, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, অত্র কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এনামুল হক রতন, অত্র কলেজের অর্থ বিষয়ক সম্পাদক আ ফ ম আব্দুস সাত্তার, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন বাংলা প্রভাষক ইব্রাহিম রহমত উল্যাহ, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ রাকিব হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রাইভেট ডিটেকটিভ এর জেলা প্রতিনিধি  ও অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ হাছান,  ক্যামব্রিজ সিটি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক এস আর রানা চৌধুরী, ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক আজমেরী হোসেন তিশা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ফারিয়া ইয়াসমিন, মোঃ কামরুল হাসান, বাংলা বিভাগের প্রভাষক কুলসুম আক্তার পিংকি এবং বিজ্ঞান বিভাগের প্রভাষক মঞ্জুর হোসাইন, উম্মে কুলসুম সাথীসহ অত্র কলেজের সকল ছাত্র/ছাত্রী ও নবাগত প্রায় দুইশত প্রশিক্ষণার্থী।অনুষ্ঠানে বক্তারা অত্র অঞ্চল তথা লক্ষ্মীপুর জেলায় কোন প্রতিষ্ঠান আছে কিনা তাদের জানা নেই যেখানে ক্যামব্রিজ সিটি কলেজের ন্যায় সম্পূর্ণ বিনা মূল্যে এক সাথে দুইটা কোর্স প্ররিচালনা করা হয। সকল বক্তাই এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার আহবান জানান। বর্তমানে সরকার ও বঙ্গবন্ধুর ডিজিটাল বাংলাদেশ গড়া এবং মুজিব বর্ষের উপহার হিসেবে এই উদ্যোগ নেওয়া হয় বলে প্রতিষ্ঠান সূত্রে জানা যায়।স্থানীয় ভাবে জানা যায়,  ক্যামব্রিজ সিটি কলেজের এই ধরনের উদ্যোগকে সাধারন মানুষ আনন্দের সাথে গ্রহণ করেছে।অনেক অভিভাকরা জানান খুব চিন্তায় ছিলাম পরীক্ষা পরবর্তী এই তিন মাস সন্তানদের কি করাব। ক্যামব্রিজ সিটি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর