October 8, 2024, 5:31 am

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী
ছবি: সংগৃহীত

এস-৪০০ সক্রিয় না করার শর্তে প্যাট্রিয়ট দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র-তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

ছবি: সংগৃহীত

রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না চালানোর প্রতিশ্রুতির শর্তে তুরস্ককে নিজেদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা হস্তান্তরের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এমন তথ্য দিয়েছেন।এতে ন্যাটো মিত্রের প্রতি ওয়াশিংটনের কঠোর অবস্থান উল্লেখযোগ্য শিথিল হওয়ারই আভাস দিচ্ছে।- খবর রয়টার্সের তুরস্কের দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মার্কিন প্রস্তাব বিবেচনাধীন রেখেছে তুরস্ক। কিন্তু এস-৪০০ পরিকল্পনা থেকে সরে আসেনি আঙ্কারা। আগামী মাসে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করার কথা রয়েছে।মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলছে, এই ইস্যুতে নিজের অবস্থান বদল করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। তুরস্ক এস-৪০০ থেকে সরে না এলে প্যাট্রিয়ট ব্যাটারি পাবে না বলে তিনি জানিয়েছেন।আঙ্কারা গত বছর এস-৪০০ ক্রয় শুরু করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভিন্নতা দেখা দেয়। ওয়াশিংটন বলছে, এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ন্যাটো আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সঙ্গে বেমানান।চলতি বছরে ইদলিব অঞ্চলে ব্যাপক লড়াইয়ের পর ওয়াশিংটনকে তুর্কি সীমান্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে বলেছে আঙ্কারা। কিন্তু ওয়াশিংটন বলছে, তারা এস-৪০০ ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা একসঙ্গে পেতে পারে না।ব্রাসেলস থেকে ফেরার পর সাংবাদিকদের এরদোগান বলেন, তুরস্কে প্যাট্রিয়ট বসাতে ওয়াশিংটনকে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তারা এই আকাশ প্রতিরক্ষা কিনতে প্রস্তুত রয়েছে।তিনি আরও বলেন, প্যাট্রিয়টের জন্য আমরা ওয়াশিংটনকে প্রস্তাব দিয়েছি। যদি তারা আমাদের সেটি দিতে চায়, তবে দিতে পারে। আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়টও কিনতে পারি।‘এস-৪০০ নিয়ে তাদের অবস্থানও আগের তুলনায় নরম হয়েছে। এখন তারা এস-৪০০ সক্রিয় না করতে প্রতিশ্রুতি চাচ্ছে,’ বললেন তুর্কি নেতা।

প্রাইভেট ডিটেকটিভ/১১ মার্চ ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর