September 14, 2024, 3:28 am

সংবাদ শিরোনাম
যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-৫, মৃত্যু-২ বোরহানউদ্দিন কুঞ্জেরহাট বাজারে, অনুমতি বিহীন ওষুধের গুদাম সিলগালা সাধক কবি কাজী হেয়াত মামুদ এর কবর জিয়ারত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল শহীদদের স্মরণে ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ কর্মসূচী চিলমারীতে দূর্নীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি পল্লী বিদ্যুৎ এর লুকোচুরি খেলায়, সাধারণ মানুষ নাজেহাল হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী মোঃ রুবেল’কে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব নাটোরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার পার্বতীপুরে বিদ্যুতের লুকোচুরি খেলায় অতিষ্ঠ জনজীবন আর্থিক সাহায্যের আবেদন বিরল রােগ থাইমাস গ্লান্ডে আক্রান্ত রিয়াদ বাঁচতে চায়

রোহিঙ্গাদের হাত থেকে মোবাইল সিম উদ্ধারে অভিযানে নামছে বিটিআরসি

রোহিঙ্গাদের হাত থেকে মোবাইল সিম উদ্ধারে অভিযানে নামছে বিটিআরসি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের কাছে মোবাইল সিম বিক্রি টেলিযোগাযোগ আইনে বড় ধরনের অপরাধ। তারপরও এক শ্রেণীর মানুষ রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি করছে। যারা রোহিঙ্গাদের সিম সরবরাহ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। রোহিঙ্গাদের হাত থেকে সিম উদ্ধারে বিটিআরসি অভিযানে নামতে যাচ্ছে। শিগগিরই বিটিআরসি এ অভিযান শুরু করবে। তবে মানবিক কারণে যোগাযোগের জন্য শরণার্থী শিবিরে টেলিটকের ১৫টি বুথ করে দেয়া হয়েছে। সম্প্রতি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) কার্যালয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মোবাইল সিম বিক্রি নিয়ন্ত্রণ বা মনিটরিং সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিটিআরসি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, টেলিযোগাযোগ বিভাগ থেকেও রোহিঙ্গাদের হাতে থাকা সিম উদ্ধারে পদক্ষেপ নেয়া হচ্ছে। পরিচয়পত্র ও বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে সিম কেনার নিয়ম থাকলেও হাজার হাজার রোহিঙ্গার হাতে মোবাইল সিম রয়েছে। দেশের মানুষের সহযোগিতায় তাদের হাতে এ সিমগুলো চলে গেছে। তারা রোহিঙ্গাদের কাছে বড় অংকের টাকার বিনিময়ে এমন অপরাধমূলক কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিটিআরসি জেনেছে কিছু ব্যক্তি অর্থের লোভে তাদের নিজের নামে থাকা নিবন্ধিত সিম বিক্রি করেছে রোহিঙ্গা শরণার্থীর কাছে। এটা কেউ করতে পারেন না। এ কাজ বড় ধরনের অপরাধ। ইতিমধ্যে রোহিঙ্গাদের হাতে থাকা সিম শনাক্তের উদ্যোগ নেয়া হয়েছে। গত ১ জুলাই থেকে কোন কোন সিম এ্যাকটিভ হয়েছে, তার একটি ডাটা নেয়া হবে। কোন কোন রিটেইলার সেখানে আছেন, তাদের তালিকা নেয়া হয়েছে। বিটিআরসি নানা পদ্ধতি ব্যবহার করে অগ্রসর হচ্ছে। রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশী মোবাইল সিম ব্যবহার করতে দেখা গেলেও আইনানুযায়ী বায়োমেট্রিক নিবন্ধন ছাড়া এই সংযোগ তাদের পাওয়ার কোন সুযোগ নেই। মংডুর গর্জনদিয়া গ্রামে বাড়ি জ্বালিয়ে দেয়ার পর নাফ নদী পেরিয়ে আসা অনেক রোহিঙ্গা আত্মীয়-স্বজনদের সাথে মোবাইলে কথা বলছেন। আর বাংলাদেশে আগে থেকে ৪ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। তাদের জঙ্গি তৎপরতাসহ নানা অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ার কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। অনিবন্ধিত সিম যদি পাওয়া যায় তাহলে অপারেটরদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মোবাইল সিম উদ্ধারে ইতোমধ্যে কোর্ট অভিযান চালাচ্ছে। যারা সিমগুলো বিক্রি করেছেন, সেটি যে তাদের জন্য শাস্তিযোগ্য অপরাধ, তা নিয়ে প্রচার চালানো হবে। সেই সিমে দিয়ে অপরাধ হলে দায় নিতে হবে তাকেই। তাই অন্য কেউ সিম নিবন্ধন করে রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি করতে পারবে না।

সূত্র জানায়, বর্তমানে আশ্রিত রোহিঙ্গা বায়োমেট্রিক নিবন্ধন করা হচ্ছে। তা শেষ হলে তাদের কাছে সিম বিক্রি করা যায় কিনা তা ভেবে দেখবে। তবে এখন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে একটি করে বুথ স্থাপন করা হবে। টেলিটকের সিমের মাধ্যমে কথা বলতে পারবে তারা। খুবই স্বল্প খরচে কথা বলার সুযোগ দেয়া হবে। শিগগিরই এ সেবা শুরু করা হবে এবং সেখানে টু জি নেটওয়ার্ক নিশ্চিত করতে টেলিটককে নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যে টেলিটক রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কয়েকটি বুথ স্থাপন করেছে। ওই সেবা দেয়ার পরও বহু রোহিঙ্গার হাতে বিভিন্ন অপারেটরের সিম চলে গেছে। এখানে অপারেটরদের কোন যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র আরো জানায়, রোহিঙ্গাদের কাছ থেকে মোবাইল সিম উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযানে নামবেবিটিআরসি। যদি দেশের কোন নাগরিকের নামে সিম পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। টেলিযোগাযোগ আইনে এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ৭ বছরের জেল-জরিমানার বিধান রয়েছে। বর্তমানে কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গাদের ১৫টির মতো ক্যাম্পে বুথ স্থাপন করা হয়েছে। যদি আরো নতুন ক্যাম্প হয় সেখানেও বুথ বসানো হবে। রোহিঙ্গারা ওসব বুথে আপাতত স্থানীয় কল করতে পারবেন, তবে আন্তর্জাতিক কল করতে পারবে না। কেউ যদি আন্তর্জাতিক কল করার সুযোগ করে দেয় তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এ প্রসঙ্গে সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, সরেজমিনে দেখা গেছে রোহিঙ্গা শরণার্থীরা মোবাইল হ্যান্ডসেট ও সিম ব্যবহার করছেন। আমরা জানি বায়োমেট্রিক নিবন্ধন ছাড়া সিম এ্যাকটিভ থাকার কথা নয়। কিন্তু কেন কিভাবে তারা সিম ব্যবহার করছেন সেটা খুঁজে বের করার জন্য বিটিআরসিকে নির্দেশ দেয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর