October 9, 2024, 2:18 am

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

এমএসজি ত্রয়ীর নৈপূণ্যে বার্সেলোনার বড় জয়

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

গোল উৎসবে মেতেছিল বার্সেলোনার ত্রয়ী। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে গ্রিজম্যান যুক্ত হলেই তাদের এক নামে বার্সার ত্রিফলা ডাকা হয়। সংক্ষেপে এমএসজি।২১ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ শনিবার রাতে ন্যু ক্যাম্পে আলভেসের বিপক্ষে এমএসজির তিনজনই গোলের দেখা পেয়েছেন। সেই সুবাদে আলভেসকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন কাতালানরা।খেলা শুরুর ১৪ মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড গ্রিজম্যান। শুরু হয় ত্রিফলা গুণের প্রথম কার্যকরী ধাপ।তবে গ্রিজম্যানের গোলের পেছনে সুয়ারেজের ভূমিকাই বেশি। সুয়ারেজের বাড়ানো এসিস্টকে গোলে পরিণত করেন গ্রিজম্যান।প্রথমার্ধ শেষের আগমুহূর্তে আর্তুরো ভিদাল দ্বিতীয় গোলটি করেন। সে গোলেরও পেছনের নায়ক ত্রিফলার অন্যমত সুয়ারেজ। তার এসিস্টে ভিদাল লক্ষ্যভেদ করলে ব্যবধান ২-০ তে দাঁড়ায়।এ ব্যবধানেই বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে নেমে ৫১ মিনিটের মাথায় আবারও গোল করেন গ্রিজম্যান। তবে মেসির পাস থেকে করা সে গোল অফসাইডে বাতিল হয়।সেই গোল তো হয়নি; উল্টো এর কিছুক্ষণ পরেই গোল হজম করতে হয় বার্সাকে। ৫৬ মিনিটের মাথায় বার্সা রক্ষণের অসতর্কতাকে কাজে লাগিয়ে গোল করেন আলভেসের মিডফিল্ডার পনস। আশা জেগে ওঠে তাদের। খেলা শেষ হতে তখনও ৩৪ মিনিট বাকি; কিন্তু ১ গোলে পিছিয়ে আলভেস।ব্যবধান কমিয়ে আনতে যখন মরিয়া আলভেস, তখনই তাদের সেই স্বপ্ন শেষ করে দেন লিওনেল মেসি।৬৯ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ভলিতে লক্ষ্যভেদ করেন মেসি। ব্যবধান বেড়ে হয় ৩-১ এ।কিন্তু এতেও যেন খুশি ছিল না বার্সেলোনা ও তার সমর্থকরা। ত্রিফলা বা এমএসজির এস যে গোলশূন্য। সেই অতৃপ্তিও মেটান সুয়ারেজ।এ জন্য মেসির গোলের পর ৬ মিনিটের কিছু বেশি সময় অপেক্ষা করতে হয়।৭৫ মিনিটে ভিদালের এক ক্রসে হেড করতে সুয়ায়েজ লাফিয়ে উঠলে তাকে মোকাবেলা করতে গিয়ে আলভেস ডিফেন্ডারের হাতে লাগে বল।প্রথমে কর্নার পেলেও ভিএআরের সুবিধা নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। ৪-১ ব্যবধানে জয় পান জায়ান্ট স্প্যানিশরা।

প্রাইভেট ডিটেকটিভ/২২ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর