প্রাইভেট ডিটেকটিভ পত্রিকা/অনলাইন এর সকল উপজেলা/জেলা/বিভাগীয় ও রাজধানীসহ সকল সাংবাদিকের অবগতির জন্য জানানো যাইতেছে যে, যাহারা প্রাইভেট ডিটেকটিভ এর কর্পোরেট সিম ব্যবহার করছেন এবং যাহারা কর্পোরেট সিম পেয়েও এখন ব্যবহার করছেন না তাদের সকলকে আগামী ২৮/১১/২০১৯ইং তারিখের মধ্যে এসএমএস এর মাধ্যমে পূর্ন নাম, কর্পোরেট সিম নাম্বার, ভোটার আইডি নং ও পদবী সহ 01713554007/01713554000 নাম্বরে পাঠিয়ে দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল। অন্যথায় আগামী ৩০/১১/২০১৯ ইং তারিখের পর আপনার কর্পোরেট সিমটি বিটিআরসি কর্তৃক বিচ্ছিন্ন করে দিবে। তাই তথ্য দিন এবং আপনার কর্পোরেট সিমটি সচল রেখে অপরাধ দমনে সরকারকে সহায়তা করতে আমাদেরকে সহায়তা করুন। ধন্যবাদ।