June 22, 2025, 2:07 am

সংবাদ শিরোনাম
নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেনো নিজেই রোগী চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদ এর পক্ষ থকে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান জামায়াতের লক্ষ্য ইসলাম কায়েম –সহকারী সেক্রেটারী আব্দুল হালিম বেনাপোলে বিজিবি ৯লাখ ২০ হাজার টাকার জালনোট সহ ১জনকে আটক করেছে ক্ষেতলালে দীঘির পাড়া মহল্লায় সম্পত্তি দখলের অভিযোগ, তদন্তে ভূমি অফিস উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা ৪ মাদক মামলার আসামী বিএনপির সেক্রেটারী! সেনাবাহিনীর অভিযানে লামায় অস্ত্র সরঞ্জামসহ আটক ৯ বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন প্রতিনিধিদের ভোটে বদিউর সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

গণতন্ত্রের জননীর প্রত্যাবর্তনে দেশজুড়ে উচ্ছ্বাসের জোয়ার

পিডিনিউজ ডেক্সঃ

স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি অবিচ্ছেদ্য নাম। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অবদান যেমন ঐতিহাসিক, তেমনি অনন্য। স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রণী নেত্রী হিসেবে তিনি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার সাহস, দূরদর্শিতা ও আপসহীন নেতৃত্ব আজও বিএনপির নেতা-কর্মীদের প্রেরণার উৎস।

দীর্ঘদিন অসুস্থতা কাটিয়ে ও রাষ্ট্রীয় নিপীড়নের কঠিন সময় পেরিয়ে যখন তিনি আবারও দেশের মাটিতে ফিরলেন, তখন দেশজুড়ে সৃষ্টি হলো এক আবেগঘন পরিবেশ। শুধু রাজনৈতিক কর্মীদের মাঝে নয়, সাধারণ মানুষের মাঝেও ফিরে এলো আশা ও প্রত্যাশার নতুন আলো।

বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কার্যালয়গুলোতে নেতাকর্মীদের ঢল নামবে । জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে মিছিল, স্লোগানে মুখরিত হয়ে উঠবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার রাজপথ। কেউ নিয়ে আসবেন ফুলের মালা, কেউ ব্যানার, কেউ আবার পোস্টার হাতে প্রকাশ করবেন নিজেদের আবেগ ও ভালোবাসা। সোশ্যাল মিডিয়া জুড়েও চলছে অভিনন্দন, ভালোবাসা ও কৃতজ্ঞতার ঢেউ।

এই স্বদেশ প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তির ফেরাই নয়—এটি গণতন্ত্রের পক্ষে একটি বার্তা। এটি নিপীড়নের বিপরীতে প্রতিবাদের প্রতীক। নেত্রী ফিরে এসেছেন মানে সংগ্রামের নতুন অধ্যায় শুরু হবে। এ প্রত্যাবর্তন দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে—একটি সুষ্ঠু নির্বাচন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়কে আরও দৃঢ় করবে।

বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিটি কর্মী এই উপলক্ষকে একটি নবজাগরণের রূপ দিচ্ছেন। তারা বুঝে গেছেন—সময় এসেছে আবারও সংগঠিত হবার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবার, এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে দেশনেত্রীর নেতৃত্বে এগিয়ে চলার।

বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন একদিকে যেমন আবেগঘন, তেমনি এটি একটি রাজনৈতিক দিকনির্দেশনাও। এটি রাজনৈতিক কর্মীদের জন্য দায়িত্ব ও প্রতিজ্ঞার নতুন বার্তা।

লেখক :- মোঃ আকতার হোসেন (ফরাজী) ধর্মীয়, রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক।

Share Button

     এ জাতীয় আরো খবর