সাকিবের পাশে থাকব: ক্রীড়া প্রতিমন্ত্রী
ডিটেকটিভ নিউজ ডেস্ক
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে ‘জুয়াড়িদের প্রস্তাব গোপনের’ যে অভিযোগ তাতে তার বিরুদ্ধে যে ব্যবস্থাই হোক না কেন, সাকিবের পাশে থাকার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। জুয়াড়িদের প্রস্তাব গোপনের বিষয়ে একটি দৈনিক পত্রিকায় গতকাল মঙ্গলবার প্রতিবেদন প্রকাশের সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ‘কিছু ঘটনা ঘটেছে’ তার ইঙ্গিত প্রতিমন্ত্রীর কথাতেও উঠে আসে। প্রতিমন্ত্রী বলেন, এটা (পত্রিকার খবর) কোনো অথেনটিক রিপোর্ট নয়, তবে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত আসে বা না আসে, যেটাই হোক আমরা অবশ্যই সাকিবের পাশে থাকব। এটা থেকে কীভাবে রক্ষা করা যায়, সেটা আমরা চেষ্টা করব। এটাতে আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই। তবে বিষয়টি আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে রেখেছি। এটা কীভাবে সুষ্ঠুভাবে সমাধান করা যায় সেটা দেখছি। ভারত সফরের জন্য সাকিবকে অধিনায়ক রেখেই বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে কয়েক দিন আগে। তবে দলের অনুশীলনে সাকিবের অনুপস্থিতি দেখে ডালপালা মেলছিল নানা গুঞ্জন। গত রবি ও গত সোমবার ক্রিকেটাররা নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেললেও সাকিব একটিও খেলেননি। তাতে নতুন করে মাথাচাড়া দেয় অনেক প্রশ্ন। গতকাল মঙ্গলবার দেশের একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দুই বছর আগে জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েও আইসিসি বা বিসিবিকে জানাননি সাকিব। প্রতিমন্ত্রী রাসেল বলেন, এই বিষয়ে আমরা ধোঁয়াশার মধ্যে আছি। কারণ এটি নিয়ে ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে কথা বলেছি। অন্যান্যের সঙ্গেও কথা বলেছি, তাদের কাছেও এ বিষয়ে কোনো ধরনের কিছু নেই। তারা বলছেন আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট এটি তদন্ত করছে, তারা আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডকে কিছু জানায়নি। আমি তাদের বলেছি তারা যেহেতু আনুষ্ঠানিকভাবে জানায়নি, আপনাদের উচিত…সামনে ভারতে ট্যুর রয়েছে, এই ট্যুরটি তো অনিশ্চয়তার মধ্যে থাকবে। যদি কোনো প্লেয়ার খেলে বা না খেলেৃআমাদের টিম ঘোষণারও একটা ব্যাপার আছে। আপনারাই উদ্যোগী হয়ে আইসিসির কাছে বিষয়টি অবগত হওয়ার জন্য জানতে চাইতে পারেন- ঘটনাটা কী, আসলে কী হতে যাচ্ছে। মঙ্গলবারের মধ্যেই আইসিসির কাছ থেকে কিছু জানা যাবে আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, তারা (বিসিবি) আমাকে আশ্বস্ত করেছে আজকের মধ্যেই এই বিষয়টি নিয়ে তারা আইসিসি কাছে লিখবেন এবং আশা করছি আজকের মধ্যেই জানা যাবে যে কী হতে যাচ্ছে। ক্রিকেটারদের ধর্মঘটের নেতৃত্বে দেওয়ায় সাকিবকে ফাঁসানো হয়েছে বলে যে গুঞ্জন রয়েছে সে প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। বিষয়টি (জুয়াড়ির প্রস্তাব) অনেক দিন ধরেই নাকি চলছিল। আমাদের খেলোয়াড়রাই বিষয়টি অবগত করেননি, এটা আমাকে ক্রিকেট বোর্ড জানিয়েছে। বিষয়টি আমার একেবারেই অজনা ছিল, পত্রিকায় দেখেই এটা আসলে আমি জানতে পেরেছি। জানতে পেরে আমি ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি। ক্রিকেট বোর্ড আমাকে বলেছে তারাও কিছু জানতেন না, তারা সাকিবের সঙ্গে যোগাযোগ করেছেন। সাকিব বিষয়টি হালকাভাবে নিয়েছেন, হয়তো কিছু হবে না ভেবেছেন। এটা যে এতদূর এগিয়েছে, সেটা কেউই বুঝতে পারেনি। এসব ঘটনার প্রভাব ভারত সফরে পড়বে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সাকিবের এই বিষয়টির কারণে দল ঘোষণাও একটু পিছিয়ে গেছে। সাকিব থাকলে একরকম হবে না থাকলে আরেক রকম হবে। এই কারণে সিদ্ধান্তহীনতা আছে। এটার দ্রুত সমাধান না হলে ইন্ডিয়া ট্যুর নিয়ে সবার মধ্যে সংশয় থাকবে এটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় এটা খুব দ্রুত কেটে যাবে। বিভিন্ন পর্যায় থেকে যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে সে প্রসঙ্গে জাহিদ আহসান রাসেল বলেন, ক্রিকেট বোর্ডের পরিচালক থেকে শুরু করে, আরও কয়েকজন পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন তদন্ত, ধর্মঘট, সাকিবের এই বিষয়টি সবকিছু মিলিয়ে আমার কাছে একটু ধোঁয়াশা লাগছে, এটা ঠিক আছে। তবে আমার মনে হচ্ছে এটা শিগগিরই কেটে যাবে। ধর্মঘটের বিষয়টি বেশি গুরুত্ব দিয়েছি, যাতে দ্রুত সমাধান হয়। খেলোয়াড়রা আমাদের দেশের সম্পদ, তাদের রক্ষা করাও দায়িত্ব। আমরা অবশ্যই তাদের পাশে আছি। যদি কোনো অন্যায় তারা না করে থাকেন, তাদের যেন অন্যায়ভাবে শাস্তি না দেওয়া হয়, এ বিষয়ে আমাদের পক্ষ থেকে চেষ্টা করব। ক্রিকেট বোর্ডকেও নির্দেশ দিয়েছি, তারা যেন সার্বক্ষণিকভাবে আইসিসির সঙ্গে যোগাযোগ করে বিষয়টির দ্রুত সুরহা করে। ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এখনও কিভাবে বিসিবির পরিচালক পদে আছেন জানতে চাইলে তিনি বলেন, ক্রিকেট বোর্ড তাদের গঠনতন্ত্র অনুযায়ী চলে, আইসিসির নিয়ম অনুযায়ী তারা চলে। ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছে যে ক্যাসিনোকাণ্ডে সে জড়িত ছিল। এখন তাকে রেখে দেওয়া এটা মানুষ ভাল চোখে দেখছে না। অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত। আমরা মনে হয় দ্রুত তাকে পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। পরবর্তী সময়ে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন সেটা দেখা যাবে। তার টাকা পাচারের বিষয়টিও উঠে এসেছে। নীতিগতভাবে আমি মনে করি তাকে সরিয়ে দেওয়া উচিত।