January 11, 2025, 9:03 am

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: ফুটবলের উন্নয়নে সরকারের উদ্যোগের প্রশংসা ফিফা সভাপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: ফুটবলের উন্নয়নে সরকারের উদ্যোগের প্রশংসা ফিফা সভাপতির

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ উন্নতি দেখছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছার পর ফিফা সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যান। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, উনি (ফিফা সভাপতি) বলেছেন, বাংলাদেশের ফুটবল উদীয়মান অবস্থায় আছে। আলোচনায় মঙ্গলবার কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারতে ফুটবল ম্যাচের প্রসঙ্গও এসেছে বলে জানান প্রেস সচিব। মঙ্গলবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে টানা দুই হারের পর সেটি ছিল বাংলাদেশের প্রথম ড্র। ভারতের বিপক্ষে এনিয়ে টানা তিন ম্যাচ ড্র করে বাংলাদেশ। ইহসানুল করিম বলেন, ফিফা সভাপতি বলেছেন ফুটবল থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, বিশেষ করে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মতো বিষয়গুলো। বাংলাদেশে ফুটবল খেলার উন্নয়নে সরকারে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা প্রধানমন্ত্রী তুলে ধরলে ফিফা সভাপতি সেসবের প্রশংসা করেন। বাংলাদেশে ফুটবলের উন্নয়নে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা প্রধান সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। ফুটবল যে বাংলাদেশে জনপ্রিয় খেলা তা উল্লেখ করেন শেখ হাসিনা। নিজের দাদা ও বাবা ফুটবল খেলতেন সেকথাও বলেন প্রধানমন্ত্রী। এ সময় তার ভাই শেখ কামালের ক্রীড়া সংগঠনের নৈপুণ্য আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করার কথাও উল্লেখ করেন। ফিফা সভাপতিকে প্রধানমন্ত্রী জানান, দেশে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে সরকার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করছে। ছেলে ও মেয়ে উভয়ের জন্যই এ প্রতিযোগিতার আয়োজন হচ্ছে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। শেখ হাসিনা বলেন, আরো বেশি বেশি ছেলেমেয়েদেরকে ফুটবলের মত জনপ্রিয় খেলায় আসতে উৎসাহিত করা হচ্ছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দু সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর