October 9, 2024, 4:51 pm

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

সিরিয়ায় আটকে পড়া শিশুরা দর কষাকষির হাতিয়ারে পরিণত হতে পারে

সিরিয়ায় আটকে পড়া শিশুরা দর কষাকষির হাতিয়ারে পরিণত হতে পারে

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কর কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারি বাহিনীর অবরুদ্ধ অবস্থায় আটকেপড়া শিশুরা বন্দি বিনিময়ে দর কষাকষির হাতিয়ারে পরিণত হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের এক উচ্চ পদস্থ কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয়কারী জ্যান এগিল্যান্ড জানান, তিনি মনে করেন বিদ্রোহীরা শিশুদের বিনিময়ে সরকারি কর্মচারীদের মুক্তি দিতে সম্মত হয়েছে।

মঙ্গলবার চার জনের পর গত বুধবার আরও ১২ রোগীকে অন্যত্র সরানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার আরও ১৩ জন আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীকে সরানো হবে।

এগিল্যান্ড বলেন, আশাকরি চুক্তিটি যেন ভালো হয়। খারাপ চুক্তিও হতে পারে। যদি তারা অসুস্থ শিশুদের বিনিময়ে বন্দিদের মুক্তি দেয় তাহলে এটা কোনও ভালো চুক্তি নয়। কারণ এতে করে শিশুরা যুদ্ধের হাতিয়ারে পরিণত হবে। এটা হওয়া উচিত নয়। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির তাদের অধিকার রয়েছে। তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আমাদের দায় রয়েছে।

এগিল্যান্ড জানান, পূর্ব গৌটায় চিকিৎসা সুবিধা বলতে খুব বেশি কিছু নেই।

পূর্ব গৌটার প্রধান বিদ্রোহী গোষ্ঠী জয়েশ আল-ইসলাম গত বুধবার জানিয়েছে,  ২৯জন বন্দির মুক্তির বিনিময়ে আটকে পড়াদের অন্যত্র সরিয়ে নেওয়ার অনুমতি দিতে সরকার রাজি হয়েছে।

২০১৩ সাল হতে যুদ্ধ কবলিত গৌটা শহরে সরকারি বাহিনীর অবরোধের মুখে রয়েছেন প্রায় ৪ লাখ মানুষ।

Share Button

     এ জাতীয় আরো খবর