আলিয়ার ফোন নম্বর পেতে মধ্যরাতে করন জোহরকে মেসেজ
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। খুব অল্প সময়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেয়েছে বিজয়ের ছবি। পাশাপাশি ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথাও বলেছেন তিনি। শেষ কোন সিনেমাটি তার উপর প্রভাব ফেলেছে? এই প্রশ্নের উত্তরে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত গলি বয়’র কথা উল্লেখ করেন বিজয়। ডিয়ার কমরেড অভিনেতা জানান, সিনেমা দেখার পর আলিয়াকে অভিনন্দন জানানোর জন্য করন জোহরের কাছে এই অভিনেত্রীর ফোন নম্বর চেয়েছিলেন তিনি। বিজয় বলেন, আলিয়ার ফোন নম্বরের জন্য আমি করন জোহরকে মধ্যরাতে মেসেজ পাঠিয়েছিলাম। এই সিনেমা দেখার পর ঘুমাতে পারছিলাম না। তেলেগু ভাষার অর্জুন রেড্ডি সিনেমার মাধ্যমে তারকাখ্যাতি পান বিজয়। এই সিনেমা পরবর্তী সময়ে হিন্দি ও তামিল ভাষায় রিমেক হয়। এ ছাড়া তার গীতা গোবিন্দম, ট্র্যাক্সিওয়ালা, ডিয়ার কমরেড দর্শক-সমালোচকদের প্রশংসা পায়। বিজয়ের পরবর্তী সিনেমা ওয়ার্ল্ড ফেমাস লাভার। এতে ৮ বছর বয়সি সন্তানের বাবার ভূমিকায় অভিনয় করছেন তিনি। এই সিনেমায় চার নায়িকাÑ রাশি খান্না, ঐশ্বরিয়া রাজেশ, ক্যাথরিন তৃষা, ইসাবেল লেইটির সঙ্গে বিজয়কে রোমান্স করতে দেখা যাবে।