রাখি সাওয়ান্ত অন্তঃসত্ত্বা কি না, জানালেন স্বামী
ডিটেটিভ বিনোদন ডেস্ক
রাখি সাওয়ান্ত ও তার স্বামী রীতেশ
বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত নানা বিতর্ক তুলে বার বার আলোচনায় আসেন। চলতি বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে বধূবেশে ছবি পোস্ট করে ফের আলোচনায় আসেন রাখি। এবার নতুন গুঞ্জন, মা হতে যাচ্ছেন তিনি। আর এরই মাঝে বিষয়টি নিয়ে মুখ খুললেন রাখির স্বামী রীতেশ।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গত আগস্টে বধূবেশে ছবি পোস্ট করেন রাখি। প্রথমে অনেকেই এটিকে নেহায়েত ফটোশ্যুট হিসেবে আখ্যায়িত করলেও মধুচন্দ্রিমার ছবি পোস্ট করায় রাখির বিয়ে নিয়ে সৃষ্ট ধোঁয়াশা দূর হয়। রাখি তখন জানিয়েছিলেন তার স্বামী রীতেশ যুক্তরাজ্য প্রবাসী। তবে রীতেশের ছবি পোস্ট না করায় রাখির স্বামীকে কেউ দেখতে পায়নি। এবার এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে রাখির সঙ্গে নিজের বিবাহ ও দাম্পত্যজীবন নিয়ে কথা বললেন রীতেশ।
রীতেশ জানান, ক্যামেরার সামনে রাখি যেমনই হোক না কেন, ব্যক্তিগতভাবে সে দারুণ একজন মানুষ। ভাগ্যবান বলেই রাখিকে তিনি স্ত্রী হিসেবে পেয়েছেন।
রীতেশ বলেন, ‘রাখি আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ। ওর মতো কাউকে দেখিনি। ও খুব স্পষ্টবক্তা। আর সেটাই ওর সবচেয়ে বড় গুণ।’
এরপরই তাকে প্রশ্ন করা হয়, রাখি কি অন্তঃসত্তা? এ প্রশ্নের উত্তরে রীতেশ বলেন, ‘এখনও নয়, কিন্তু খুব শিগগিরই হবে। আমার বিশ্বাস প্রথমে একটি মেয়ে হবে এবং পরেরটি ছেলে।’