সদা সত্য বলবেন সজল-প্রভা!
ডিটেটিভ বিনোদন ডেস্ক
মিতুল ভালো প্রতিষ্ঠানে চাকরি করে। তবে সে চরম মিথ্যাবাদী একজন মানুষ। ঘরে-বাইরে সবখানেই সে শুধু মিথ্যা বলেন। অফিসের সংগীতপ্রেমী বসের সঙ্গেও মিথ্যা বলে পার পেয়ে যায় সে। আবার বিবাহিত হয়েও মিথ্যা বলে অন্য মেয়ের সঙ্গে প্রেম করে মিতুল। কিন্তু এক রাতের একটি স্বপ্নই তার জীবনে পরিবর্তন এনে দেয়।
মিতুল সিদ্ধান্ত নেয়, বছরের অন্তত একটা দিন কোনো মিথ্যা বলবে না সে। এটা তার নিজের সঙ্গে নিজের গোপন চুক্তি। আর ওইদিনই ঘটতে থাকে নানা বিপত্তি। বিদেশী গল্পের ছায়া অবলম্বনে নির্মিত খন্ড নাটক ‘সদা সত্য বলিব’র গল্প এটি।
আশরাফুজ্জামান বাবুর রচনায় নাটকটি নির্মাণ করেছেন মনজুরুল হক মনজু। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সজল ও প্রভা। এ ছাড়াও আছেন- সুমনা আফরিন, জাহাঙ্গীর হোসেন বাবর, জুঁথি, মাসুদ আহমেদ, জিএম মহসিন, মোখলেছুর রহমান তোতা, তারেক বাবু প্রমুখ।
নির্মাতা জানান, খুব শিগগিরই ‘সদা সত্য বলিব’ নাটকটি কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে।