ডিটেটিভ বিনোদন ডেস্ক
বিয়ের পরে প্রথম পুজা৷ সেই কারণে এই পুজা তো একটু আলাদা হবেই৷ কেননা স্বামী নিখিলকে পাশে নিয়ে মহাষ্টমীর পুজা দিলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরাত জাহান৷
কলকাতার অন্যতম সেরাপুজো সরুচি সংঘে পুজা দিলেন অষ্টমীর সকালে৷ এই সময় তারই পাশে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও৷ নিখিলকে প্রশ্ন করা হলে তিনি বললেন কলকাতার রাস্তার খাবার খেতে তিনি খুবই ভালবাসেন৷
গতকাল অর্থাৎ সপ্তমীতে কাজের জন্য তিনি খেতে পারেননি৷ মহাষ্টমীতে জমিয়ে আড্ডা ও চুটিয়ে খাবেন তিনি৷ প্রতিবারই মহাষ্টমীতে অঞ্জলি দিয়ে থাকেন নুসরাত তাই এইবারেও অঞ্জলি দিয়েছেন৷ বিয়ের পরে যেহেতু প্রথম পুজা তাই এই পুজা বিশেষ ভাবে উপভোগ্য পুজা৷
স্বামী নিখিল জৈনকে সঙ্গে নিয়ে পুজা মণ্ডপে হাজির হয়ে ছিলেন। অষ্টমীর সকালে তাই হলদে পাড় লাল টুকটুকে শাড়ি পরে এক্কেবারে খাঁটি বাঙালি হিন্দু বৌয়ের মতো সাজলেন নুসরাত৷ খোপায় ছিল ফুল, সিঁথিতে চওড়া সিঁদুর৷
নিখিল পরেছিলেন লাল পাঞ্জবী আর চোস্ত পাজামা৷ সেজেগুজে দুই জন পৌঁছে গেলেন সুরুচি সংঘে৷ ঢাক বাজালেন, প্রতিমা দর্শন করলেন ও অঞ্জলি দিলেন ভক্তি ভরে৷